মনু ভাকের বিতর্ক ক্রমশ বাড়ছে ।ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য আবেদন করেছিলেন কিন্তু মনোনয়নের তালিকা রাখা হয়নি তাঁকে। এই খবর ছড়িয়ে পড়তে তোল পাশে রয়ে গেছে। তোরপাড় শুরু শুরু হয়েছে । খেলরত্ন পুরস্কার কমিটিকে অভিযুক্ত করেছেন অনেকে। অনেকে আবার দায়ী করেছেন কেন্দ্রীয় সরকারকে। সবমিলিয়ে জোড়া অলিম্পিক পদক পাওয়া মনুকে ঘিরে সহানুভূতির হওয়া সর্বত্র ।হবে নাই বা কেন অলিম্পিক ইতিহাস তৈরি করার পর তাকে যদি পুরস্কার প্রত্যাশী হয়ে থাকতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারকে কাঠগোড়ায় দাঁড়াতেই হবে। এর মধ্যে আবার মুখ খুলেছেন মনুর কোচ জশপাল রানা। ভারতের শুটিংকে জনপ্রিয় করেছিলেন যশপাল। সাফল্য এনে দিয়েছিলেন ।তিনি আবার মনুর কোচ। ছেলেবেলা থেকে তৈরি করেছেন মনুকে। অলিম্পিকের মঞ্চে মনুর জোড়া পদকের সাফল্যের পেছনেও যশপাল। সেই তিনিই এবার ক্ষোভ উগড়ে দিলেন । তাঁর আগে অবশ্য মনুর বাবা রামকৃষ্ণ ভাকের প্রথম ফাঁস করে দিয়েছিলেন খবর। তিনি বলেছিলেন, “আমার মেয়ে বলেছে তাহলে আর খেলার কি দরকার ছিল! অলিম্পিকেই বা নামলাম কেন? মনুর এই মন্তব্য কিন্তু ঝড় বইয়ে দিয়েছে। যশপাল কাঠগড়ায় দাঁড় করিয়েছে ক্রীড়া মন্ত্রক, সাই ও সর্বভারতীয় রাইফেল সংস্থাকে। জশপালের কথায় “যাবতীয় দায় ওদের ।ওরা এটা বলল কি করে যে, মনু আবেদন করেনি ।ভারতের প্রথম মেয়ে হিসেবে অলিম্পিক থেকে জোড়া পদক জিতে রেকর্ড করেছে। ওর নাম তো স্বাভাবিকভাবেই আসবে। এটা তো অসম্মানের। কেন একজন সেরা অ্যাথলিট পুরস্কারের জন্য আবেদন করবে ?যে কোন পুরস্কার তো নিজে থেকেই আসা উচিত।এভাবে কাউকে অস্বীকার করা যায়? এই নিয়মের অবিলম্বে বদল দরকার।” কেন্দ্রীয় সরকার অবশ্য সমালোচনার মুখে পড়ে বলে দিয়েছে এখনো খেলরত্ন তালিকা চূড়ান্ত হয়নি। তারপরও প্রশ্ন তাহলে কি বিপাকে পড়েই উল্টো কথা বলা শুরু করেছে সরকার?
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post