আমি আইপিএল নিলামে শ্রেয়াশ আইয়ার ,রিঙ্কু সিং, রাসেল নারাইণদের মতো বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে রেখে দিতে চাইছে কেকেআর ।বাদ পতে পারেন নীতীশ , মনীশ ,জেসনের মত কয়েকজন। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে যে মোট ছয় জন খেলোয়ারকে দলে রেখে দিতে পারে কেকেআর। এবারের আইপিএল কেকেআর জিতেছে। যার নেতৃত্বে ছিলেন শ্রেয়াস আইয়ার।সেই চ্যাম্পিয়ন দলের কয়েকজনকে এভাবেও রেখে দিতে চান কেকেআর কর্তারা। এ বছরের শেষে আইপিএল ২০২৫ সালের নিলাম হবে এই পরিস্থিতিতে দলগুলোর ইতিমধ্যেই ঘর গোছানো শুরু করে দিয়েছে। তবে গোটা ছবিটি এখনো সামনে আসেনি। তবেবিভিন্ন আয়োজক বিসিসি এর কাছে দাবী করেছে যে, মেগার বদলে মিনি নিলাম আয়োজন করা হোক ।তবে সেই সিদ্ধান্ত নেওয়া বিসিসি এর হাতে। তবে এখনো পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে মনে করা হচ্ছে যে গতবারের দল থেকে এবারও দলে রেখে দেওয়া ক্রিকেটারদের সংখ্যা বেড়ে চার থেকে ছয় হতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে কেকেআর এবার কাদের দলে রেখে দিতে পারে? শোনা যাচ্ছে কেকেআরের বেশ কয়েকজন ক্রিকেটার কিছুই দিতে পারে এই খেলোয়াড়দের তালিকায় আছে নীতিশ রানা, রহমানুল্লাহু গুরবাজ ,জেসান রায় , সুযশ শর্মা,হর্ষিত রানা, বরুন চক্রবর্তী ,কেএস ভারত, চেতন সাকারিয়া মনীষ পান্ডে মুজিবুর রহমান। ২০২৪ আইপিএলে কেকেআরের ২৩জন ক্রিকেটার ছিলেন যার মধ্যে ৮ জন খেলোয়াড় ছিলেন বিদেশি।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post