ছয় ফুট, চার ইঞ্চির স্টার অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে কে কে আর ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে এ বছর। এই দেশের তার মত কজন এরকম শিক্ষিত ক্রিকেটার আছেন তা রীতিমতো আলোচনার বিষয় হতে পারে ।জানিয়েছেন আইপিএল শুরুর আগে তার নামের আগে জুড়তে চলেছে ডক্টরেট। আর কিছুদিন পর কেকেআর স্টার হয়ে যাবেন ডক্টর ভেঙ্কটেশ আইয়ার। অর্থনীতিতে এমবিএ করা ভেঙ্কটেশ এবার পিএইচডি করতে চলেছেন এই বিষয়েই। ২০১৮ সালে অর্থনীতিতে এমবিএ করার পরই ভেঙ্কটেশ পেয়েছিলেন ডেলোয়েট থেকে চাকরির প্রস্তাব ।খেলায় ভোকাস করার জন্যই তিনি চাকরি নিয়ে ব্যাঙ্গালুরুতে আসেননি। তিনি জানান আমি এখন অর্থনীতে পিএইচডি করছি।পরেরবার ডক্টর ভেঙ্কটেশ আইয়ার হিসেবে সাক্ষাৎকার দেব। ক্রিকেটের পরেই ভেঙ্কটেশের জীবনে পড়াশোনা ।তিনি এই প্রসঙ্গে বলেছেন ,’দেখুন আমি এক গোঁড়া পরিবারের ছেলে। বাবা মাকে বোঝানোর কঠিন ছিল যে আমি শুধু ক্রিকেটই খেলব। পড়াশোনাতেও আমি ভালোই ছিলাম। আমার বাবা-মা চেয়েছিলেন আমি খেলাতেও ভালো করি।২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশকে কেকেআর দেখে অনেকেই চমকেছেন ।তবে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন যে, কেন তারা ভেঙ্কটেশকে এত দামে নিয়েছেন। এক সাক্ষাৎকারে ভেঙ্কি বলেছেন, ‘দেখুন এভাবেই নিলাম হয়। দিনের শেষে আপনাকে ভেবে নিতে হয় আপনি কি রকম প্লেয়ার চাইছেন। ও আমাদের পরিষ্কার আল্টিমেটাম দিয়েছিল ,আমাকে তুমি দলে না নিলে আমি কিন্তু খুবই দুখী হয়ে যাব। আমরাওকে দুঃখ দিতে চাইনি। ওকে পেয়েও আমরা খুব খুশি হয়েছি।’দশ বছর পর কলকাতায় এসেছে আইপিএল ট্রফি । ভেঙ্কটেশ আইয়ারের ফর্ম গত বছর যথেষ্ট ভাল ছিল।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post