আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল ২০২৫ এর মেগা নিলামের আসর। দশ দল তাদের দল গঠনের জন্য স্ট্র্যাটেজি ঠিক করার কাজ শুরু করে দিয়েছেন। যে দল গুলোর দিকে সকলের নজর থাকে তাদের অন্যতম হলো কলকাতার নাইট রাইডার্স। ইতিমধ্যে আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েও অধিনায়ককে রিলিজ করেছে নাইটরা। নিলামে যে বিভাগ গুলোর দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে তা হল পেস বোলিং অ্যাটাক। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন পেসার চাইছে কেকেআর, যে নতুন বলে সুইং করানোর পাশাপাশি ডেথ ওভারে পুরনো বলেও পারদর্শী হন। সেই কারণেই কেকেআরের নজরে রয়েছে এবার তরুণ ভারতীয় বাঁহাতি পেসার অর্শদীপ সিং ।পাঞ্জাব কিংস ইলেভেনের ভালো পারফরমেন্সের পরও প্রীতি জিন্টার দল তাঁকে এবার ছেড়ে দিয়েছে। গত মরসুমে পাঞ্জাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ের অন্যতম কারিগড় অর্শদীপ সিং। ২০২৪ টি২০ বিশ্বকাপে ১৭ উইকেট নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন বাঁ হাতি পেসার। অর্শদীপ নতুন বলে সুইং করে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে একই সঙ্গে ডেথ ওভারে তার কাঁটার মতো ইয়র্কার খেলতে হিমশিম খেয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটার ।ফলে কে কে আরে আদর্শ হতে পারেন অর্শদীপ সিং। এবার আইপিএল নিলামে ২ কোটি টাকা বেস্ প্রাইজে রয়েছেন আর্শদীপ সিং। তার জন্য যে নিলামে একাধিক দল ৺ঝাপাবে, উঠবে টাকার ঝড় ।কেকেআর শেষ পর্যন্ত নিতে পারে কিনা তার উত্তর নিবে ২৪ ও ২৫ নভেম্ভরের মধ্যে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post