অস্ট্রেলিয়াতে প্রথম টেস্টে জয়ের পর, কোহলি বুমরাদের প্রসংশা করছিল সকল মিডিয়া। পরের টেস্ট হারের পর থেকেই আবার একই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন ঘরোয়া ম্যাচ খেলছেন না সিনিয়র খেলোয়াড়রা। দ্বিতীয় টেস্টে শেষ হয়ে যায় অনেক আগেই, তখনই সুনীল গাভাস্কার বলেছিলেন রোহিতদের হোটেলে বসে থাকা ঠিক হবে না। তাই অ্যাডিলেডে হারের ধাক্কা খেয়ে কোহলি রোহিতরা সময় নষ্ট না করে, অনুশীলন শুরু করে দিলেন । দিন-রাতের টেস্ট পাঁচ দিন চললে মঙ্গলবার শেষ হত খেলা। কিন্তু খেলা শেষ হয়ে যায় অনেক আগে, ফলে মঙ্গলবারই অনুশীলনে নেমে পড়লেন রোহিতেরা। বিশ্রামের জন্য বাড়তি সময় পেয়েও তাঁরা কাজে লাগালেন তৃতীয় টেস্টের প্রস্তুতির জন্য।দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর সুনীল গাওস্কর বলেছিলেন, ভারতীয় ক্রিকেটারদের হোটেলে বসে থাকা ঠিক হবে না। বাড়তি যে দু’দিন পাওয়া গেল, তা কাজে লাগানো উচিত। কোহলি, রোহিত বা যশপ্রীত বুমরার মতো সিনিয়ররা বিশ্রাম নিতে পারে। বাকিদের পরের টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। ভারতের প্রাক্তন অধিনায়কের এই পরামর্শ রোহিতেরা শুনেছেন হয়তো। তাই মঙ্গলবার থেকেই তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারত। মাঠে নেমেছেন রোহিত, কোহলিদের মতো সিনিয়রেরাও।ভারতীয় দল অ্যাডিলেডেই রয়েছে। সেখানেই ব্রিসবেন টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারত। ব্যাটারেরা নেটে যথেষ্ট সময় কাটিয়েছেন। রক্ষণাত্মক শট এবং বলের লাইন-লেংথ বোঝার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। দলের থ্রো ডাউন বিশেষজ্ঞেরা কোচের নির্দেশ মতো বল ছুড়েছেন ব্যাটারদের। হোটেলে বসে থাকেননি বোলারেরাও। হর্ষিত রানা, আকাশ দীপ, যশ দয়াল, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দরেরাও অনুশীলন করেছেন। পিচের ঠিক কোথায় বল ফেলতে হবে, তা ভাল করে বুঝিয়ে দেওয়া হয়েছে তাঁদের। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং নীতীশ রেড্ডিও মাঠে এসেছিলেন। শুধু এই তিন জন হালকা অনুশীলন করেছেন। তাঁরা ব্যাটিং বা বোলিং করেননি। তাঁদের শরীরে যাতে অতিরিক্ত চাপ না পড়ে তা নিশ্চিত করতে চেয়েছেন গম্ভীর। ভারতীয় ক্রিকেট বোর্ড দলের অনুশীলনের ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে।বুধবার ব্রিসবেনে যাবেন রোহিতেরা। সেখানে মূল প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল। ব্রিসবেনের পিচ সাধারণত অ্যাডিলেডের তুলনায় দ্রুতগতির হয়। সেখানকার পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে রোহিতদের। ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট। আর এই টেস্টে যারা জয়লাভ করবে, তারাই সিরিজ জয়ের দিকে এগিয়ে থাকবে। স্বাভাবিক ভাবেই দু-দলই মরিয়া চেষ্টা করবে তৃতীয় টেস্ট জিতে নিতে।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post