প্যারিস অলিম্পিক এর দামামা বেজে গিয়েছে ,শুরু হয়ে গেছে বিভিন্ন ইভেন্ট. কলকাতার ছেলে অনুষ আগরওয়াল ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নাম তুলেছেন। বছর ২৪-এর এই ইকুয়েস্ট্রিয়ান প্রথমবার অলিম্পিকে ব্যক্তিগত ড্রেজেস ইভেন্টে নামার যোগ্যতা অর্জন করেছেন। প্যারিসে নামার আগে আনুষ বলেছেন, ঘোড়া ই আমাদের ভরসা, ঘোড়া ছাড়া আমরা অসম্পূর্ণ। মাত্র তিন বছর বয়সে কলকাতায় ঘোড় সওয়ারই করা শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে কলকাতায় একটি ক্লাবে অনুষ ফরমাল রাইডিং পার্ট নেয়া শুরু করেন ।নিজের স্বপ্ন পূরণের জন্য ১১ বছর বয়সে দিল্লি চলে যান। পরবর্তী আরো উন্নতমানের অনুশীলনকরার জন্য জার্মানি পাড়ি দেন ।সেখানে তিনি অলিম্পিকে সোনা জয়ী হুবের্টাস স্কিমিচকে মেন্টর হিসেবে পান। ২০২২ সালে ড্রেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পারফর্ম করেন অনুষ ।
এরপর হানঝাও এশিয়ান গেমসে ড্রেজেস টিম ইভেন্টে সোনা জেতেন কলকাতার ছেলে। এরপর হানঝাউ গেমসে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়ে ইতিহাস গড়েন ।এরপর তাঁর লক্ষ্য প্যারিসে পদক। চলতি বছরের ১৯শে ফেব্রুয়ারি তিনি প্যারিস অলিম্পিকে টিকিট অর্জন করেছেন। গ্রেটেস্ট শো অন আর্থে নামার আগে অনুষ সংবাদ সংস্থা পিটিআই কে বলেছেন, ঘোড়া ছাড়া আমাদের মূল্য নেই ।অবশ্যই একজন ভালো রাইডার হতে হবে ।একজন ভালো কোচ থাকতে হবে। কিন্তু সঠিক ঘোড়া ছাড়া আমরা অসম্পূর্ণ। এশিয়ান গেমসে এট্রোকে সঙ্গী করে সাফল্য পেয়েছিলাম। এবার দেখার আনুষ প্যারিস স্যার কেরামেলো ওল্ডকে অর্থাৎ তার ঘোড়াকে নিয়ে দেশকে পদক জেতাতে পারেন কিনা ।
Discussion about this post