চলতি মরসুমে ফিরতে ডার্বি হওয়ার কথা ছিল ১১ই জানুয়ারি। যুবভারতীতে সেই ম্যাচ হচ্ছে না ।সোমবার নব মহাকরণে এক সাংবাদিক বৈঠকে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন ,গঙ্গাসভা মেলার কারণে এই মাঠের জন্য এই ম্যাচের জন্য পুলিশে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে সিদ্ধান্ত এখন আইএসএল আয়োজকদের হাতে । তারা ঐদিন অন্য কোন শহরে ম্যাচ আয়োজন করবে নাকি দিন পরিবর্তন করবে সেটা তারাই ঠিক করবে। সাধারণত ডার্বি আয়োজন করতে ১২০০ থেকে১৫০০ পুলিশ লাগে ।৬০ হাজারের বেশি দর্শক আসছেন ম্যাচ দেখতেএত পরিমাণ পুলিশ গঙ্গাসাগর মেলার মাঝে পাওয়া যাবে না তাই রাজ্য পুলিশ এই ম্যাচ আয়োজন করতে পারবেনা বলে জানা গিয়েছে। অরূপে নিয়ে জানিয়েছেন নিরাপত্তা বিষয়ে তারা ২৫ দিন আগে আয়োজকদের জানি দলয়েছেন চিঠি পাঠানো হয়েছে পাশাপাশি নিরাপত্তা দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেছেন,” এর আগে আমরাও গোয়ার বিরুদ্ধে একটি ম্যাচ ভুবনেশ্বরে খেলেছিলাম। এই ম্যাচের আয়োজক মোহনবাগান। ওরা ভুবনেশ্বরে ডার্বি আয়োজন করুন ।বিধান নগর পুলিশের থেকে চিঠি পাওয়ার পর মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত স্বীকার করেছিলেন। তাঁরা জানিয়েছেন। এই ব্যাপারটি এফ এস ডি এল কে জানিয়েছেন তাঁরা। মোহনবাগানের অন্য একটি সূত্রে জানা গিয়েছে, তারা ধরে নিয়েছে যুবভারতীতে ১১ই জানুয়ারি ডার্বি হচ্ছে না। আয়োজোক হিসেবে তারা বিকল্প দুটি জায়গার নাম প্রস্তাব করবে এফ এফ ডি এল এর কাছে। এগিয়ে রয়েছে ভুবনেশ্বর এবং জামশেদপুর। মোহনবাগান এমন জায়গায় দাবি করতে চাইছে যেখানে তাদের সমর্থকরা সহজেই পৌঁছাতে পারেন। মোহনবাগানের অভিযোগ ক্রীড়া সূচি তৈরি হওয়ার সময়ই তাদের তরফে সব ম্যাচের দিন এবং সময় পুলিশকে জানানো হয়েছিল। অনুমতি ও পাওয়া গিয়েছিল। এখন ম্যাচের দুই সপ্তাহ আগে জানানো হচ্ছে ম্যাচ হবে না। তাহলে তখন কেন অনুমতি দেয়া হয়েছিল সে প্রশ্ন তুলেছেন তাঁরা। এবছরের দুটো ডাইভিং জটিলতা তৈরি হয়েছিল গত ১০ই মার্চ এই বছরের দুটো ডার্বি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল তৃণমূলের কংগ্রেসের ব্রিগেড। সেবার ও পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছিল বিশ্বর ডালনার পর ম্যাচের সময় এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। সন্ধে সাড়ে সাতটার বদলে সাড়ে আটটায় শুরু হয় ম্যাচ। এরপর ছিল আগস্টে আরজিকর আন্দোলনের খেলা পড়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের। সেই ডার্বি বাতিল হয়ে যায়। এবার কি হয় সেটাই দেখার।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...
Read more
Discussion about this post