: ইতালির হয়ে অভিষেক করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন ড্যানিয়েল মালদিনি। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার নেশনস লিগে ইসরাইলের বিরুদ্ধে ম্যাচে পরিবর্ত হিসেবে খেলতে নামেন… আর নেমে ইতিহাস তৈরি করলেন। তিনি হলেন একই পরিবারের তৃতীয় প্রজন্ম যিনি জাতীয় দলের হয়ে ফুটবল খেললেন। ধ্যানের মালদিনের বাবা ও মালদিনি তার দাদু সিজার মালিদিনি। তিনজনেই ইতালির হয়ে খেললেন। ড্যানিয়েল মালদেনি মিলানের ইউথ অ্যাকাডেমী থেকে উঠে এসেছেন ।ফুটবলের পরিবেশে বড় হওয়া শৈশব থেকে ফুটবলের প্রতি যোগ ছিল তার। আর সেটাকে কাজে লাগিয়েছেন তার বাবা পাওলো মালদিনি ছেলেকে ফুটবলার তৈরি করতে কাজ শুরু করে দেন ।যার ফল, জাতীয় দলে অভিষেক।। ছেলের অভিষেক ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছিলেন পাওলো মালদিনি ও স্ত্রী আড্রিয়ানা। ছেলে যখন মাঠে নামছেন সেই সময় দেখা যায় মা ভিডিও করছেন। মালদিনি পরিবার ইতালি দলের অন্যতম ভরসা। পাওলো ইতালির হয়ে ১২৬ টা ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন সাতটি। তিনি যখন ইতালি দলের হয়ে অভিষেক করেন তখন তার বয়স ছিল ১৯ বছর ৯ মাস। আর ছেলে অভিষেক করলে ২৩ বছর ৪ দিন বয়সে। সিজার মালদিনি শুধুমাত্র একজন প্লেয়ার ছিলেন না তিনি ১৯৮২ সালে বিশ্বকাপে ইতালির ম্যানেজারের সহকারি ছিলেন। ১৯৯৭ সালে জানুয়ারি থেকে ১৯৯৮ সালে জুলাই মাস পর্যন্ত ইতালি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ।২০১৬ সালের এপ্রিল মাসের ৮৪ বছর বয়সে প্রয়াত হন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post