গত দু দশক ধরে বিশ্ব ফুটবলকে শাসন করছেন মেসি -রোনাল্ডো ।দুই মহারথীর দ্বৈরথ দেখতে আজও মুখিয়ে থাকে ফুটবল প্রেমীরা ।আরও একবার সেই দ্বৈরথ দেখা যাবে । আবারও বিশ্বসেরা হওয়ার দৌড়ে একসঙ্গে রয়েছেন মেসি ও রোনাল্ডো ।বর্ষসেরা একাদশের প্রাথমিক ২৬ জনের তালিকায় নাম রয়েছে দুজনের। বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলারদের ভোটে নির্বাচিত হবে সেরা একাদশ তাতে অবশ্য দুজনেই জায়গা পেতে পারেন। এবারের ব্যালন ডি’অর তালিকায় তাদের দুজনেরই নাম ছিল না। ফিফার বর্ষসেরা ফুটবলারদের প্রাথমিক তালিকায় অবশ্য লিওনেল মেসি থাকলেও নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে ফিফপ্রোর বর্ষসেরা একাদশের প্রাথমিক ২৬ জনের তালিকায় মেসি এবং রোনাল্ডো দুই কিংবদন্তির নাম রয়েছে। ইউরোপের বাইরে খেলা ফুটবলারদের মধ্যে তারা দুজনেই রয়েছেন বাকি ২৪ জন ইউরোপে খেলেন। বিশ্বের ৭০ দেশের ফুটবলারদের ভোটে চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন এই ২৬ ফুটবলার । মেসি ইন্টার মায়ামিতে আর রোনাল্ডো আর নাসেরে সমানতালে খেলে চলেছেন। যদি ইউরো কাপ থেকে অবসর নিয়ে ফেলেছেন রোনাল্ডো। তবে আর্জেন্টিনা জার্সিতে সদ্যই কোপা আমেরিকা জিতেছেন মেসি। দুজনেই ক্লাবের হয়ে সফল। তাছাড়া আজও তাদের খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন কোটি কোটি ফুটবল ভক্ত। সম্ভবত সেই কারণেই ক্যারিয়ারের সায়ান্হে এসেও দুই তারকা বিশ্বের সেরা একাদশে ঠাঁই পাওয়ার লড়াইয়ে সমানভাবে রয়েছেন। রোনাল্ডো পাঁচবার এবং মেসি আট বার ব্যালন ডি’অর পেয়েছেন। সব মিলিয়ে গত দু দশক কি ছিল তাদের রাজত্ব সেই রাজত্ব যে এখনো শেষ হয়নি সেটা বুঝিয়ে দিলেন মেসি-রোনাল্ডো দুজনই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post