: জোড়া গোল মেসির, দল জিতল সাপোর্টারস শিল্ড। কলম্বাসের বিপক্ষে ৩-২ গোলে জিতল মেসির ইন্টার মিয়ামি।নিজের ক্যারিয়ারের রেকর্ড ৪৬ তম ট্রফি জিতলেন আর্জেন্টাইন তারকা। রুদ্ধশ্বাস ম্যাচে মেসি ম্যাজিকেই এল জয়। প্রতিযোগিতা শুরুর আগে তেমনভাবে কেউই ইন্টার মিয়ামিকে এই ট্রফির জন্য ধর্তব্যের মধ্যে আর রাখেন নি। কারণ মেসি চোটের কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন । সেপ্টেম্বরেই মাঠে ফেরেন তিনি ।এছাড়াও সুয়ারেজ আলবাদের বয়স হ্ওয়ার তাঁদের প্লে অফের জন্য ফিট থাকতে গ্রুপ লিগের ম্যাচে বিশ্রাম দেয়ার কথা ভেবেছিলেন টিম ম্যানেজমেন্ট । যদিও সার্তর্জিও বুসকেটসরা দেখিয়ে দিলেনদেখিয়ে দিলেন শুধু ৯০ মিনিট দৌড় নয় অভিজ্ঞতা দিয়েও এমএলএস জিতে যাওয়া যায়। এম এল সি সাপোর্টার শিল্ড যে দল পায় সেই দল গ্রুপ লীগের ম্যাচের শেষে সবার উপরে থাকে ।এই মুহূর্তে ৩২ টি ম্যাচে ইন্টার মিয়ামির পয়েন্ট ৬৮ ।কাছাকাছি থাকা কলম্বাস ,সিনসিনাটি, লস এঞ্জেলস গ্যালাক্সি বা আরল্যান্ডো সিটি কেউই ধরতে পারবেনা মীয়ামি কে। সেই সুবাদে তাঁরা চ্যাম্পিয়ন হয়ে গেল । রুদ্ধশ্বাস ম্যাচে জোড়া গোল করে নায়ক মেসি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...
Read more
Discussion about this post