কলকাতা লিগে মোহনবাগানের খারাপ সময় কাটছে না। এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট করল সবুজ মেরুন শিবির ।পুলিশের বিরুদ্ধে ১-১গোলে ড্র করল মোহনবাগান।ফলে লিগ টেবিলের নিচে পড়ে থাকতে হচ্ছে সবুজ মেরুন শিবির কে। চলতি ঘরোয়া লিগে একেবারেই মোহনবাগানের মত পারফরম্যান্স করেনি সবুজ মেরুন শিবির। লিগের সুরুটা বিশ্রী হয়েছে সবুজ মেরুনের।আগের ম্যাচে পিয়ারলেস এর বিরুদ্ধে বিরুদ্ধে কোনক্রমে জয় ফির লেও সুপার সিক্সে ওঠার লড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হতো সবুজ মেরুনকে। লিগ টেবিলের উপরের দিকে থাকা কলকাতা পুলিশের বিরুদ্ধেও সেই তাগিদ দেখা গেল। শুরুর দিকে আক্রমণাত্ম দেখাল সবুজ মেরুনকে। এদিন ম্যাচের ৪০ মিনিটে সোহেল ভাটের দুর্দান্ত গোলে এগিয়েও যায় মোহনবাগান শিবির। গোটা দুই পেনাল্টি পায়ে সোহেল, অভিষেক রা ।কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি। পেনাল্টি স্পট থেকে দুবার গোলমিস এবং ভুরিভুরি সুযোগ নষ্টের হিসাব দিতে হলো সবুজ মেরুন কে। ম্যাচের ৫৫ মিনিটে গোল করে কলকাতা পুলিশের হয়ে সমতা ফেরালেন রবি দাস।এরপরেও একাধিক সুযোগ পেয়েছিল মোহনবাগান কিন্তু গোল হয়নি। ফলে ম্যাচ শেষ হয় ১-১ গোলেই।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post