ডুরান্ডে মোহনবাগানের প্রথম ম্যাচে খেলেছিল কলকাতা লিগের খেলা অধিকাংশ খেলোয়াড়রা। বিদেশীদের মধ্যে ছিল শুধু আলড্রেড। সুহেল বাটের একমাত্র গোলে জেতে প্রথম ম্যাচে মোহনবাগান কাশ্মীরের ডাউন টাউন হিরোজর বিরুদ্ধে। গতকাল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মোহনবাগান প্রায় পূর্ণশক্তির দল নামিয়েছিল। প্রথম দলের জিসান কামিন্স এবং আলড্রেড খেলছিলেন। পরিবর্ত হিসেবে পরে নামেন আলবার্তো রদ্দ্রিগেজ এবং গ্রেগ স্টুয়ার্ড। ম্যাচের ৪ মিনিটে মোঃ আকিবের ভুল পাশ থেকে বলতে সাহারবয়ান কামিজ কে বাপের দুরন্ত পেনিস কামিজ ৬ মিনিট পরে ফ্রি কিক থেকে ক্ষেত দেন সোহেল সেই বল গোলরক্ষক বাঁচিয়ে দিলে ফিরতে পারে ব্যবধান বাড়ান। টম আলড্রেড। ৩৮ মিনিটে দলের তৃতীয় গোল করেন লিস্টন কোলাসো। প্রথমার্ধে মোহনবাগান ৩-০ গোলে এগিয়েছিল।
৬৫ মিনিটে দূর পাল্লার শটে গোল করেন অনিরুদ্ধ থাপা ।১১ মিনিট পরেই মানবীরের থ্রু থেকে গোল করেন জেসন কামিন্স। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় নিজের হ্যাটট্রিক মিস করেন জেসন। মোহনবাগানের ৬ নম্বর গোলটি করেন গ্রেগ স্টুয়ার্ড। গ্রুপ’ এ’ তে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দু দল ই রয়েছে ৬ পয়েন্টে ।গোল পার্থক্যের বিচারে শীর্ষে পৌঁছালো মোহনবাগান ।লাল হলুদের গোল পার্থক্য ৪ সবুজ মেরুণের ৭।অর্থাৎ ডার্বি ম্যাচে জয়ী দল সরাসরি পরের পর্বে যাবে। কোচ হোসে মলিনা বলেছেন ,”ডার্বি আলাদা ম্যাচ। সবকিছু দিয়ে জয়ের জন্য ঝাঁপাব”। ১৮ই আগস্ট ডুরান্ড ডার্বি ।তার আগে দু দল ই তাদের খেলোয়াড়দের দেখে নিলেন । চোট আঘাতের সমস্যা থাকলেও দু দলই কিন্তু ডার্বির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।
Discussion about this post