আইপিএলে নিলামে যে দলগুলোর ওপর সকলের নজর রয়েছে তার মধ্যে অন্যতম হলো মুম্বাই ইন্ডিয়ান্স। বিগত কয়েক বছরে একবারই ভালো যাচ্ছে না পাঁচবারের আই পি এল জয়ীদের। হার্দিক পান্ডিয়া কে অধিনায়ক করে নিয়ে এসেও লীগ তালিকার শেষে শেষ করেছিল মুম্বাই। এবার বিজ্ঞানী নামের আগে মোট পাঁচজনকে রিটেন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স সেই তালিকায় নাম রয়েছে হার্দিক পান্ডিয়া ,রোহিত শর্মা জশপ্রীত বুমরাহ, সূর্য কুমার যাদব ও তিলকবর্মা। এবার নিলামের টেবিলে নতুন করে দল গুছিয়ে নিতে তৈরি মুম্বাই ইন্ডিয়ান্স। সূত্রের খবর শক্তিশালী দল গড়ার জন্য কেকেআরের ঘর ভাঙতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। নাইট দের ছেড়ে দেওয়া একাধিক প্লেয়ার কে নিলামের টেবিলে টার্গেট করতে পারে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল। যাদের নিলামের মঞ্চে ফের দলে নেওয়ার চেষ্টা করে পারে কে কে আর।
মিচেল স্টার্ক :এবার মুম্বাই একজন তারকা বিদেশি পেসার কে দলে নিতে পারে আর সেটা হতে পারে মিচেল স্টার্ক ।কে কে আর রিটেন না করায় নিলামের টেবিলে স্টার্কের জন্য দর হাঁকতে পারে মুম্বাই। তার অভিজ্ঞতা ,নতুন বলে উইকেট নেয়ার ক্ষমতা, এ ছাড়া বুমরার উপর চাপ কমাতে স্টার্ক বেস্ট অপশন হতে পারে। বেঙ্কটেশ আইয়ার: দলে একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার এর লক্ষ্যে ভেঙ্কটেশ আইয়ারের জন্য ঝাঁপাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। কেকেআরের হয়ে ওপেনিং থেকে বিভিন্ন পজিশনে সাফল্যের সঙ্গে ব্যাটিং করেছেন এই বাঁ হাতি তারকা রয়েছে আইপিএল সেঞ্চুরিও । ফিল সল্ট: একজন মারকাটারি ওপেনিং ব্যাটার হিসেবে ফিল সল্ট হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা অপশন। গত মরসুম কেকেআরের হয়ে ৪০০র বেশি রান করেও তাকে রিটেন করেনি কেকেআর। সল্ট কে নিলে ক্রিকেটকিপার হিসেবে ও সমস্যা সমাধান হবে মুম্বাইয়ের
Discussion about this post