অলিম্পিকে ফেভারিট হিসেবে নেমেছিলেন তিনি। আসমুদ্র হিমাচল আশায় বুক বেঁধেছিল সোনার ছেলে নীরজ চোপড়ার হাত ধরে ফের সোনা আসবে। প্যারিসে ভারতে সেই সোনার ছেলে নিজের সেরাটা দিয়েছেন। মরসুমের সেরা পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছেন নীরজ । কিন্তু সেটা সোনা জয়ের জন্য যথেষ্ট নয়। নীরজকে ছাপিয়ে গেছেন তারই ‘বন্ধু’ আসাদ নাদিম। এই প্রথমবার বড় কোনও প্রতিযোগিতায় আর্শাদের কাছে হারলেন নীরজ। হারের পর নীরজ বললেন,” আমি সেই ২০১৬ সাল থেকে আর্সাদের বিরুদ্ধে খেলছি কিন্তু এই প্রথমবার হারলাম। এক্ষেত্রে আর্সাদকে কৃতিত্ব দিতেই হবে। ও খুব পরিশ্রম করেছে ।আমার থেকে আজকের দিনটায় ও ভালো করেছে। ওকে শুভেচ্ছা জানাবো । দেশের হয়ে পদক জিততে পারলে আমরা সবাই গর্বিত হই । তবে এখন সময় উন্নতি করার।
আমি এবার নিজের পারফরমেন্সের পর্যালোচনা করব। আরও উন্নতি করার চেষ্টা করব”। নীরজ বলেছিলেন, “অলিম্পিকে তার পারফরম্যান্স খারাপ হওয়ার নেপথ্যে অনেকটাই দায়ী চোট”। বলেছিলেন,” আমি যখন জ্যাভলিন ছুড়ছি আমার ৬০-৭০ শতাংশ ফোকাস থাকছে চোটের দিকে। আমার রান আপটাও ভালো হচ্ছিল না। আমার গতিও কম ছিল। যেটুকু করেছি ,সবটা মাথায় রেখেই করতে হয়েছে। আসলে অস্ত্র প্রচার করার সময় পাইনি। আমি নিজেকে টেনে এনেছি এতদূর। আমার এখন থেকে অনেক কিছু দেওয়ার বাকি আছে। আমি জানি আমি সাফল্য পাব ।যতক্ষণ না পাচ্ছি শান্ত হয়ে বসবো না”।
Discussion about this post