৯ জুলাই বিসিসিআই আনুষ্ঠানিকভাবে গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে। শ্রীলঙ্কা সফর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু কোচ হওয়ার সঙ্গে সঙ্গে গম্ভীরের বেতন নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিসিসিআই তাকে প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের থেকে বেশি বেতন দেবে বলে খবর ছিল। কিন্তু এখন সূত্রের মারফত জানা গিয়েছে যে, গম্ভীরের বেতন নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। শ্রীলংকা সফর থেকে গৌতম গম্ভীর দায়িত্ব নেবেন এই সফরের টিম ইন্ডিয়া তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন। এরপর বাংলাদেশ ভারতে আসবে যেখানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে।
তবে গম্ভীরের আসল পরীক্ষা হবে ভারত অস্ট্রেলিয়া সফরে । টিম ইন্ডিয়া ২০১৮-১৯ এবং ২০২০-২১ সালে রবি শাস্ত্রীর মেয়াদে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় নথিভুক্ত করেছিল। এমন পরিস্থিতিতে জয়ের চাপটা বেশি থাকবে অভিজ্ঞ গম্ভীরের ওপর। তেত্রিশ বছর পর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচটি ম্যাচের টেস্ট হতে চলেছে। এর আগে ১৯৯১-৯২ সালে উভয় দল পাঁচটি ম্যাচের সিরিজ মুখোমুখি হয়েছিল। এই সিরিজে ভারতকে বাজেভাবে বিধ্বস্ত করেছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এ সিরিজে জিতেছিল ৪-০ ব্যবধানে ।এবার নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল ।প্রথম ম্যাচটি হবে হবে পার্থের বাউন্সি পিচে। এমন পরিস্থিতিতে গম্ভীরের জন্য টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচ ম্যাচের সিরিজ জেতা বিশ্বকাপের চেয়ে কম হবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকেও ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
Discussion about this post