আইপিএলে হায়দ্রাবাদের কাছে ম্যাচ হারের পর দলের অধিনায়ক কে ধমক দিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু আইপিএল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের বিদায় নেওয়ার পর ঠিক উল্টো কাজ করলেন মালকিন নিতা আম্বানি। আগামী দিনে আরও ভালো খেলার জন্য ক্রিকেটারদের উৎসাহ দিলেন এক ভিডিও বার্তায়। উল্লেখ্য, হায়দ্রাবাদের বিরুদ্ধে সেই ম্যাচের পর মালিক সঞ্জিব গোয়েঙ্কা দলের অধিনায়ক কেএল রাহুলকে প্রকাশ্যেই ভর্ৎসনা করেছিলেন। এর দুজনের সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছে। যদিও সমালোচনার পর পরবর্তী ম্যাচের আগে রাহুলকে নিজের বাড়িতে ডেকে নৈশভোজ খাইয়েছেন গোয়েঙ্কা। বিতর্ক ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। তবুও আইপিএল থেকে লখনউ সুপার জায়ান্টসের বিদায় আটকানো যায়নি। পরের মরশুমে রাহুলের দলে থাকাও অনিশ্চিত বলে জানা যাচ্ছে।
তারকাবহুল মুম্বই ইন্ডিয়ান্সও এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে। শুধু তাই নয় গত তিন বছরে দুবার তাঁরা শেষ করেছে পয়েন্ট তালিকার সবচেয়ে শেষে। তবুও দলের মালকিন ক্রিকেটারদের কোনও রকম ভর্ৎসনার পথে হাঁটেননি। সম্প্রতি একটি ভিডিওতে নীতা বলেছেন, “সবার কাছেই হতাশজনক একটা মরশুম । যেভাবে চেয়েছিলাম সেভাবে মরশুমটা কাটেনি একজন মালিক হিসেবে এই কথা বলছি না। আমার মনে হয় মুম্বাই দলে থাকা এবং সেই জার্সি পড়ে খেলাটা খুবই গর্বের ব্যাপার মরসুমটা কেমন গেল আশা করি তা নিয়ে পরে পর্যালোচনা হবে”। বোঝাই যাচ্ছে, নীতা তাঁর ভিডিও বার্তায় কোনও ধরনের বকাবকির রাস্তা হাঁটেনি। বরং ক্রিকেটারদের ধৈর্য্য ধরে বুঝিয়েছেন। মুম্বইয়ের যে ক-জন ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবেন তাদের আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন। নীতা বলেছেন, রোহিত ,হার্দিক ,সূর্য এবং বুমরাকে বলেছি , প্রত্যেক ভারতীয় তোমাদের জন্য চিৎকার করবে বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা থাকল।
Mrs. Nita Ambani talks to the team about the IPL season and wishes our boys all the very best for the upcoming T20 World Cup 🙌#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 | @hardikpandya7 | @surya_14kumar | @Jaspritbumrah93 pic.twitter.com/uCV2mzNVOw
— Mumbai Indians (@mipaltan) May 19, 2024
Discussion about this post