. আইপিএলের মেগা নিলামের আগেই গতবারের অধিনায়ক লোকেশ রাহুল কে ছেড়ে দেয় লক্ষ্মৌ সুপার জয়েন্টস। যা স্বস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেটার কে। সেই দল ছেড়ে হাঁফ ছেড়ে বাঁচলেন তিনি। আইপিএলে নিলামে উঠবেন রাহুল। প্রাক্তন লক্ষ্মৌ অধিনায়ক হয়তো অন্য দলের হয়ে খেলবেন ।তবে লক্ষ্মৌ দলে ফিরবেন না তা স্পষ্ট। রাহুল বললেন ,”আমি নতুনভাবে শুরু করতে চাই। অন্য দলের হয়ে খেলে অভিজ্ঞতা অর্জন করতে চাই। এমন দলে খেলতে চাই যেখানে আমার স্বাধীনতা পাব। মাঝে মাঝে দল বদলালে নিজের জন্য ভালো হয়। বেশ কিছুদিন ধরে আমি টি-টোয়েন্টি দলের বাইরে। আমি জানি আমি কেমন ক্রিকেট খেলি এবং আমাকে কি করতে হবে সেটাও জানি। আগামী মরসুমে আশা করি ভালো ক্রিকেট খেলে ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরে আসবো”। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল আর ভারতীয় দলে ফিরতে পারেননি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন না তিনি। লখনওয়ের হয়ে ৩৮ টি ম্যাচ খেলেছেন রাহুল ২০২২ সালে রাহুলকে নিয়েছিল লখনৌ। সেই সময় তার জন্য ১৭ কোটি টাকা খরচ করেছিলেন সঞ্জীব গোয়েনক।, লাখনৌর হয়ে ১৪১০রান করেছেন রাহুল গড় ৪১.৪৭ ।গড় রান ১৩০.৬৭ । তিনি যে আর লখনৌ তে ফিরবেন না তা বলাই যায় ।আগামী মরসুমে লক্ষ্মৌ নতুন অধিনায় পেতে চলেছে।
ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ তিনি বলেছেন যে ক্ষমতা থাকলে...
Read more
Discussion about this post