প্যারিস অলিম্পিক্সের ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ের মিক্সড ইভেন্টে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের এবং সরবজ্যোত সিং। মনু এই বিভাগে দুটি ব্রোঞ্জ জিতে ভারতের অলিম্পিক্স ইতিহাসে নাম লিখিয়েছেন। কিন্তু ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ের মিক্সড ইভেন্টে আরেকটি ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকেই। যা এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। সেটা হল এই বিভাগেই রুপো জয়ী তুরস্ক দলের ইউসুফ ডিকেচের স্টাইল। না উনি চুলের কোনও অদ্ভুত ছাঁট দিয়ে আসেননি বা সারা শরীরে ট্যাটুও করাননি। বরং তাঁর সাদামাটা স্টাইল এবং কোনও সাজ সরঞ্জাম ছাড়াই এই কঠিন বিভাগে অবতীর্ণ হওয়াটাই বিশ্ময়জনক।
তুরস্কের শুটার ইউসুফ ডিকেচ, যার বয়স ৫১ বছর। তিনি চলতি প্যারিস অলিম্পিক্স শুটিংয়ের মিক্সড ইভেন্টে নেমেছিলেন সেভাল ইলায়দা তারহানকে সঙ্গে নিয়ে। তাঁরা এই বিভাগে অল্পের জন্য সোনা হাতছাড়া করেন সার্বিয়ার শুটারদের থেকে। এই ইভেন্টে ভারত ব্রোঞ্জ জিতেছে। কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়েছে ইউসুফ ডিকেতের অতি সাধারণ স্টাইল স্টেটমেন্ট। তিনি খুব অল্প সংখ্যাক সাজ সরঞ্জাম সঙ্গে নিয়েই প্যারিস অলিম্পিক্সে এসেছিলেন। সাধারণত দেখা যায় শুটিংয়ের মতো ইভেন্টে পিস্তল বা রাইফেল ছাড়াও প্রতিযোগীরা শুটিং রেঞ্জে নামেন আরও কিছু সাজ সরঞ্জাম নিয়ে। যেমন, নয়েজ ক্যান্সেলেশন ইয়ারপ্লাগ, বিশেষ ধরণের চশমা ইত্যাদি। সেখানে ইউসুফ অতি সাধারণ একটি চশমা পড়েই শুটিং রেঞ্জে আসেন। দলীয় সাদা টি-শার্ট এবং কালো টাউজার্স পড়ে তিনি শুটিং রেঞ্জে এলেন। এক হাত পকেটে দিয়ে কানে বিশেষ ইয়ারপ্লাগ ও চোখে বিশেষ চশমা ছাড়াই একের পর এক লক্ষ্যভেদ করলেন। যেখানে তাঁর সঙ্গী সব ধরণের সাজ সরঞ্জাম পড়েই খেলতে নেমেছিলেন। ইউসুফের এই স্টাইলই এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে।
শুটিং এমন একটি ইভেন্ট যেখানে মনোযোগ বা ফোকাস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। স্টেডিয়ামে দর্শকদের চিৎকার, কোলাহলের হাত থেকে বাঁচতে প্রতিযোগীরা কানে এক শক্তিশালী নয়েজ ক্যান্সেলেশন ইয়ারফোন বা ইয়ারপ্লাগ ব্যবহার করেন। আবার শুটিংয়ের জন্য ফোকাস করার জন্য বিশেষ ধরণের চশমাও পড়েন প্রতিযোগীরা। কিন্তু তুরস্কের ৫১ বছর বয়সী প্রতিযোগী ইউসুফ ডিকেচ তার কোনও কিছুরই ধার ধরেননি। বরং টাউজার্সের পকেটে এক হাত ঢুকিয়ে কোনও সাজ সরঞ্জাম ছাড়াই এক হাতে পিস্তল নিয়ে লক্ষ্যভেদ করে গেলেন। আর তাতেই বাজিমাত করলেন তুর্কির ৫১ বছরের এই প্রতিযোগী। ফলে সোশ্যাল মিডিয়াও এহেন এক শুটারের জন্য গলা ফাটিয়েছে। তুরস্কের ইউসুফ ডিকেচ এই নিয়ে পাঁচ বার অলিম্পিক্সে অবতীর্ণ হলেন। আর এবারই প্রথম পদক জিতলেন। তাঁর এই অনন্য স্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখলেন, বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ইউসুফ ডিকেচ।
Discussion about this post