আইপিএলের মেগা নিলামের আগে একটি খবরের চিন্তা বেড়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের ।পিটিআই রিপোর্ট অনুসারে আসন্ন আইপিএলে পরিবর্তন হতে পারে কেকেআরের হোম গ্রাউন্ড। ওই রিপোর্টে দাবি করা হয়েছে ইডেন গার্ডেন্সে নাও হতে পারে কেকেআরের একটিও হোম ম্যাচ। তার পরিবর্তে কেকেআরের ম্যাচ হতে পারে আগরতলায় নরসিংহগড়ে তৈরি হওয়া নতুন স্টেডিয়ামে। কিন্তু কেন ইডেন থেকে সরতে পারে কেকেআরের ম্যাচ। রিপোর্ট অনুসারে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন সাজে সাজবে ইডেন ।সেই নির্মাণ কাজের জন্যই কেকেআরের ম্যাচ সরতে পারে বলে খবর। সিএবির তরফে নাকি লাভ হাউজের সামনে দুটি নতুন সাজঘর তৈরি করতে আগ্রহী। এবার লক্ষ্য হলো স্টেডিয়ামের দর্শক আসন বাড়ানো। সেই কাজ বিশ্বকাপের আগে পরের বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। তবে এই রিপোর্টের এখনো কোনো বাস্তবতা নেই বলেও পাল্টা একটি রিপোর্টে দাবি করা হয়েছে ।রেভ স্পোর্টজের রিপোর্ট অনুযায়ী কেকেআর ইডেনেই আগামী আইপিএলের হোম ম্যাচ খেলবে ।ইডেনে কবে থেকে স্টেডিয়াম ঠিক করার কাজ শুরু হবে তা এখনো ঠিক হয়নি। এই রিপোর্টে দাবি করা হয়েছে আইপিএলের ২০২৫ এর শেষের পরেই ইডেন গার্ডেন্স নির্মাণের কাজ শুরু হতে পারে ।তারপর যুদ্ধকালীন তৎপরতায় চলবে কাজ ।ফলে চিন্তা করার কোনো কারণ নেই কেকেআর ফ্যানেদের।
ভারত না আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন থেকে সরে আসতে পারে পাকিস্তান ।এমনকি প্রতিযোগিতার না খেলার সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান ক্রিকেট...
Read more
Discussion about this post