: সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর অশ্বিন। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে এক বর্ণময় কেরিয়ার শেষ করলেন তিনি। অশ্বিন বয়েস ভিত্তিক ক্রিকেটে নিজের রাজ্যকে নেতৃত্ব দিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছেন। পাঞ্জাব কিংসের হয়ে তাকে আইপিএলেও অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে। তবে কোনদিন জাতীয় দলের ক্যাপ্টেন্সি তো দূর ভাইস ক্যাপ্টেন্সিও করেননি তারকা অফ স্পিনার । অশ্বিনের দাবি তিনি দেশের অধিনায়কত্ব করতে না পারায় তার কোন আক্ষেপ নেই, তবে তিনি অধিনায়কত্বের জন্য যথেষ্ট যোগ্য ছিলেন । ‘আমি অনেক অল্প বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অধিনায়কত্ব করার সুযোগ পাই ।কয়েকটা টুর্নামেন্টেও জিতি ।আমার মধ্যে সেই দক্ষতা ছিল ।তবে দেশকে নেতৃত্ব দিতে না পারা নিয়ে আক্ষেপ নেই ।কারণ এগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে।’ বললেন অশ্বিন। অশ্বিনের মতে এটা তার ভাগ্যে ছিল না তাই হয় নি। তার মধ্যে তিনি বাদেও আরো ১৫-২০ জনের তার উপর আস্হা থাকলে তবেই তিনি নেতা হতে পারতেন। অবশ্য এমন বললেও খুশিদের গড়াতে কিন্তু স্পষ্টই অভিমানে সুর ধরা পরল তবে খাতায়-কলমের জন্য অধিনায়কত্ব না করলেও কিংবদন্তি ক্রিকেটারের মতে প্রাণ নেতা হওয়ার জন্য অধিনায়কত্বের পরিচয়। প্রয়োজন নেই। অশ্বিনের মতে। অশ্বিনের মতে ‘নেতা হওয়ার জন্য কোন টাইটেল এর প্রয়োজন হয় না ।আমি গ্রুপে ভালো নেতা ছিলাম যে বাকিদের সাফল্য পেতে সাহায্য করেছে বলে আমার মনে হয় ।যেখানে আমার প্রয়োজন ছিল, সেখানে আমি অবদান দিয়েছি আমার আক্ষেপ নেই। তবে অধিনায়ক হলে আমি উপভোগই করতাম বিষয়টা।’
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post