২০৩৬ সালের অলিম্পিক আকর্ষণ করার জন্য প্রধান আকর্ষণই হতে পারে ভারতের তাজমহল.। এতদিন ধরে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর প্রিয় আহমেদাবাদ শহরে বসতে পারে ২০৩৬ এর অলিম্পিকস এর আসর। কিন্তু সম্প্রতি যা খবর আসছে।তাতে আমেদাবাদ বা মুম্বাই নয়’ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ‘হতে পারে আগ্রাতে। ভারতীয় অলিম্পিক সংস্থা যদি সবুজ সংকেত দেয় তাহলে আগ্রাতে অনুষ্ঠিত হতে পারে ২০৩৬ সালের অলিম্পিক গেমস। ৩৬ সালের প্রতিযোগিতার আয়োজনের জন্য নিজদের ইচ্ছার কথা জানানোর পর ভারতের কাজ ছিল ভেনু বাছাই করা। এতদিন নাম ভাসছিল মুম্বাই আমেদাবাদের। দিল্লিকে বেছে নেওয়ার বেশ কয়েকটা কারণই রয়েছে। দিল্লি হচ্ছে জাতীয় রাজধানী যেখানে প্রচুর সংখ্যক বিদেশি টুরিস্ট প্রতিদিন আসা-যাওয়া করে। দিল্লি আগ্রা এলাকার ইতি মধ্যেই চারটি বিমানবন্দর তৈরি হয়েছে। এলাকায় দ্রুত গতিতে উন্নয়ন হয়ে চলেছে। এত বড় ইভেন্টের জন্য বড় নির্মাণ কার্য চালানোর বিশাল জমি সেখানে সহজেই পাওয়া যাবে।
এছাড়াও ভারতের গর্ব তাজমহল ও টুরিস্টদের মধ্যে আকর্ষণ তৈরি করতে চলেছে। অলিম্পিকসের খেলা দেখার পাশাপাশি তারা তাজমহলও দেখতে চাইবেন। অতীতে দেখা গেছিল লন্ডনের টেমস নদী ,রিওতে বিশাল স্ট্যাচুকে প্রধান আকর্ষণ হিসেবে সামনে রাখা হয়েছিল। প্যারিসেও আইফেল টাওয়ার বড় আকর্ষণ ছিল আগামী বছর মার্চ মার্চের আগে অবশ্য কিছু করতে পারবে না ভারত, যতক্ষণ না নতুন সভাপতি নিযুক্ত হচ্ছে । এর আগে টমাস বাখ সরাসরি ভারতে অলিম্পিক আয়োজনের পক্ষে সওয়াল করেছিলেন। আই ওসির নতুন নিয়ম অনুযায়ী ভারতের পরিকাঠামো, ভারতের আর্থিক ক্ষমতা ও আয়োজন করার ক্ষমতা যাচাই করা হবে। অক্টোবরে আইওসি ফিউচার হোস্ট কমিশন ভারতের অলিম্পিক আয়োজনের ইচ্ছার কথা ভারতীয়দের পারফরমেন্সের পরেও প্রধানমন্ত্রী অলিম্পিক আয়োজনের কথা জানিয়েছিলেন।
Discussion about this post