: ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে চলেছেন অস্কার ব্রুজো। স্পেনীয় কোচের নাম ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। কুয়াদ্রাতের বিদায়ের পরে রিজার্ভ দলের কোচ বিনা জর্জ কে ইস্টবেঙ্গল এর অন্তর্বতীকালীন কোচ করা হয় ।তাতেও অবশ্য দুর্দশার ছবিটা বদলায়নি। জামশেদপুর এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ০ -২ গোলে হারে মশাল বাহিনী। পূজার দলের কোচ বিনোকে ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ করা হয়। তাতেও অবশ্য দুর্দশা ছবিটা বদলায় নি ।জামশেদপুরের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ০-২ গোলে হারে মসাল বাহিনী। টানা চার ম্যাচে হেরে শূন্য পয়েন্ট নিয়ে সব দলের শেষে রয়েছে ইস্টবেঙ্গল । সুদিন ফেরাতে জামশেদপুর ম্যাচের পরেই নতুন কোচ চূড়ান্ত করতে মরিয়া কর্তারা। কারণ আগামী ১৯ শে অক্টোবর যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট এর বিরুদ্ধে আইএসেলের ডার্বি। তার আগেই নতুন কোচ চূড়ান্ত করার প্রধান লক্ষ্য হয়ে ওঠে কর্তাদের ।গত কয়েক দিনে ধরে একাধিক কোচের সাক্ষাৎকার দনিয়েছেন লগ্নিকারী সংস্থার কর্তারা। তাঁরা যে অস্কারের উপরে আস্থা রাখতে চলেছেন তার ইঙ্গিত সোমবার পাওয়া গেল। ভারতীয় ফুটবল সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ৪৭ বছর বয়সী অস্কার। দীর্ঘদিন কোচ ছিলেন স্পোটিং দ্যা ক্লূব গোয়ার। এস এল এ মুম্বাই সিটি এফসি সহকারী কোচ ও ছিলেন তিনি। ২০১৮ সালের বাংলাদেশের বসুন্ধরা কিংসের দায়িত্ব নেন অস্কার এই স্পেনীয় কোচের অধীনেই নাটকীয় উত্থান ঘটে বসুন্ধরার ।বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্তবতী কালীন কোচ ও হয়েছিলেন অস্কার। গত জুলাইয়ে বসুন্ধরার দায়িত্ব ছাড়েন তিনি ।জানা গিয়েছে জানুয়ারি দলবদলের সময় বসুন্ধরার হয়ে খেলা রবসন দা সিলভাকে নিয়ে আসতে চান ইস্টবেঙ্গল। কারণ ক্লেন্টনকে নিয়ে মোহভঙ্গ হয়েছে অনেকেরই। মোহনবাগান ডিফেন্ডার হেক্টর ইউৎসের খেলাতেও তাঁরা হতাশ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post