: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল হরমনপ্রীত কাউরের ভারত ।সোমবার পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে গেল নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে আগেই শেষ চারে উঠে গিয়েছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের জয়ের দিকে হাপিত্যেশ করে তাকিয়ে ছিল ভারত ।দুই প্রতিবেশী দেশের এমন দশা বেশ অভিনব। তবে সেটাই হলো সোমবার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয় চাইছিল ভারত। তাহলেই মিলত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট। তবে সে আশা পূর্ণ হলো না। যোগ্য দল হিসেবে সেমিফাইনালে গেল নিউজিল্যান্ড। দুবাইয়ের মন্থর পিচে এ দিন রান তোলা খুব কঠিন ছিল। নিউজিল্যান্ড আগে ব্যাট করে ছয় উইকেটে তোলে ১১০ রান। এরপরে কেউ কেউ আশা করেছিলেন পাকিস্তানের হয়ত অঘটন ঘটাতে পারবে ।
প্রতিবেশী দেশের হাত ধরে সেমিফাইনালে পৌঁছে যেতে পারবে ভারত । কিন্তু বাস্তবে তা ঘটল না পাকিস্তানের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৫৬ রানে ।নিউজিল্যান্ডের স্পিনার আমেলিযা কের ১৪ রান দিয়ে তিন উইকেট তুলে নেন ।অফ স্পিনার ইডেন কার্সন সাত রানে নেন দুই উইকেট। মাত্র চার রানের শেষ পাঁচ উইকেট হারায় পাকিস্তান ।এর আগে পাকিস্তানের ফিল্ডাররা বেশ কয়েকটি সহজ ক্যাচ ফস্কান। আসলে গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের কাজটা নিজেরাই কঠিন করে ফেলেছিল ভারতীয় দল শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতার জন্য শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৪ রান ।সেই সময় প্রথম বলে সিঙ্গেল নেন হরমনপ্রীত। একটা সময় ৩ বলে ১৩ রান ছিল তখন ও সিঙ্গেলস নেন হরমনপ্রীত। শেষ পর্যন্ত ভারত হারের নয় রানে। অস্ট্রেলিয়ার ৮ উইকেট ১৫১ রান এর জবাবে টিম ইন্ডিয়া তোলে নয় উইকেটে ১৪২ রান। হরমনপ্রীতের ৪৭ বলে ৫৪ নট আউট ইনিংস কোন কাজে লাগলো না। যার ফলে এবারে শূন্য হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরছেন ভারতের মেয়েরা।
Discussion about this post