অবিশ্বাস্যভাবে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে দিল আমেরিকা । সুপার ওভারে প্রথমে ব্যাট করে আমেরিকা। মহম্মদ আমির সুপার ওভারে ১৮ রান দেন তার মধ্যে আমেরিকার ব্যাটসম্যানরা করেন ১০ রান। বাকি দান এসেছে ওয়াইডে। তিনটে ওয়াইড বল করেন আমির। যে বলগুলোতে আবার দৌড়ে রানও নিয়ে নেন ব্যাটসম্যানরা। ফলে আমেরিকার রান দিয়ে দাঁড়ায় ১৮ তে। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬ বলে উনিশ। এরপর আমেরিকার হয়ে বল করতে আসেন সৌরভ নেত্রভাল্কর । এই বাঁ হাতি পেসার অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে খেলেছেন ।পরে আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান । সৌরভের এই ওভারে ১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
প্রথমে ব্যাট নিয়ে সমস্যায় পড়ে যায় পাকিস্তান। ২৬ রানের মধ্যে তিন উইকেট হারায় বাবর আজমের দল। ফিরে যান মোহাম্মদ রিজওয়ান ,উসমান খান এবং ফখর জামান ।কিন্তু অবস্থা থেকে ম্যাচটা ধরেন বাবর এবং সাদাব খান । সাদাব খান করেন২৫ বলে ৪০। বাবরের সংগ্রহ ৪৩ বলে ৪৪। বাবর এবং সাদাবের ৭২রানের জুটি পাল্টা লড়াইয়ের মঞ্চ তৈরি করে দেয় পাকিস্তানের জন্য। সেখান থেকে দলকে ১৫৯ রানে পৌঁছে দেয়। শাহীন আফ্রীদি ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকে । যদিও তাতে কোন লাভ হলো না। পাকিস্তানের রান তাড়া করতে নেমে ষোল ওভারের শেষে আমেরিকার রান ১২৬। শেষ চার ওভারে দরকার ৩৪ হাতে ৭উইকেট । সেখান থেকে শেষ ওভারে হিসাবটা দাঁড়ায় ২১ রান হাতে ওই ৭ উইকেট । ১৯তম ওভারে মাত্র ৬ রান দিয়ে যান আমির। শেষ ওভারে ১৫ রান শেষ বলে বাকি ছিল ৫ রান। হ্যারিস রাউফের ফুলটাস বলটা মিড অফেরওপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ম্যাচ টাই করে দেন নীতীশ কুমার । দু দলই থেমে যায় ১৫৯ রানে। ম্যাচ চলে যায় সুপার ওপারে। সেখান থেকে বৃহস্পতিবার ডালসে ম্যাচ জিতে ইতিহাসে জায়গা করে নেয় আমেরিকা।
Discussion about this post