চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পাকিস্তানের যাবে না ভারত। আইসিসি কে সরকারিভাবে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। তারপরে পালটা খেলায়
নেমে পড়েছে পাকিস্তান ও।ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আদালতে যাওয়া তো রয়েছেই এবার ভারতের অলিম্পিকস আয়োজনের বিরোধিতাও করতে চলেছে তাঁরা। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি যতদিন সেই দেশে ভারত খেলতে যাবে না ততদিন কোন খেলাতেই ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান ।কিন্তু তাই নয় পাকিস্তানের সরকারের তরফে ভারতে অলিম্পিক আয়োজনের বিরোধিতা করা হবে। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। পাকিস্তানের দাবি, খেলাধুলার প্রতিযোগিতাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে ভারত। যদি আই ও সি সেই দাবি মানবে কি তা তা নিয়ে সন্দেহ রয়েছে।
গত ১ অক্টোবর আই ও এ লিখিতভাবে অলিম্পিক আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। গত বছর প্রধানমন্ত্রী প্রথমবার ভারত অলিম্পিকে আয়োজনের কথা বলেছিলেন তারপরে শুরু হয়েছিল প্রস্তুতি তবে ভারত আবেদন করলেই হলো না। করলেই অলিম্পিক অনুমতি পাবে এমন নয়। কারণ ভারত ছাড়া ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা দৌড়ে রয়েছে সৌদি আরব ,কাতার ,মেক্সিকো, ইন্দোনেশিয়া , পোল্যান্ড মিশর দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক। ২০১৮ সালের অলিম্পিক সবে আমেরিকার লস এঞ্জেলসে ২০২০ অলিম্পিক আয়োজন অধিকার পেয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। আন্তর্জাতিকভাবে অলিম্পিক কমিটির প্রধান থমাস বাক জানিয়েছেন ২০৩৬ সালে অলিম্পিক করতে চেয়ে অনেকগুলি শহর আবেদন করেছে। বিভিন্ন সময় মোদিকে বলতে সময় গিয়েছিল ২০৩৬ সালে অলিম্পিকিস আয়োজন করার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন,” ২০৩৬ সালে ভারতের মাটিতে অলিম্পিক আয়োজন করার চেষ্টায় আমরা কোন ক্ষান্তি রাখব না। ১৪০ কোটি ভারতীয়র এটা বহুদিনের স্বপ্ন।
Discussion about this post