আইসিসি জানিয়ে দিয়েছে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবে পাকিস্তানেই খেলতে যেতে হবে বিশ্বের অন্যান্য দেশগুলিকে। অন্যদিকে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার মাঝেই প্রকাশ্যে এল আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময়সূচি। চুড়ান্ত দিন ঘোষণা না হলেও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীরা কি, এই খেলা দেখার সুযোগ পাবেন, কারণ ভারত যদি অংশগ্রহণ না করে তা হলে ভারতীরা চ্যাম্পিয়ন্স ট্রফির কোন ম্যাচ নিয়ে গুরুত্ব দেখাবে বলে মনে হয় না। পাকিস্তানে খেলা হলে ভারতের অংশগ্রহণ অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করবে এ কথা বলাই বাহুল্য।
চুড়ান্ত দিন ঘোষণা না হলেও আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ২০ দিন সময় নির্দিষ্ট করেছে আইসিসি। সরকারি ভাবে প্রকাশ না করা হলেও আইসিসির একটি সূত্র জানাচ্ছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেরা আটটি দল এক দিনের ক্রিকেটের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দিন অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে আগামী ১৯শে ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত খেলা হতে পারে। আইসিসির বোর্ড সদস্যদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ২০১৭ সালে শেষ বার অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সে বার ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
The 2025 Champions Trophy is set to be the first major ICC tournament to be hosted in Pakistan since 1996 🇵🇰 pic.twitter.com/2HAX92IMP8
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 16, 2021
প্রতিযোগিতা পাকিস্তানেই হবে বলে জানিয়েছে আইসিসি। ফলে ভারতের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।ভারত সরকার জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমতি দেয় না। রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ়ও বন্ধ হয়ে রয়েছে বেশ কয়েকটা বছর। গত এশিয়াকাপে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানে সব খেলা হলেও, ভারতের পাকিস্তানে খেলার ইচ্ছা না থাকার কারণে এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ, বিশেষ করে ভারতের ম্যাচগুলি হয়েছিল হাইব্রিড মডেলে। অর্থাৎ মূল আয়োজক পাকিস্তান থাকলেও কিছু ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়।
রোহিত, কোহলিরা সব ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের বাইরে। অনেকে মনে করছেন আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিও একই ভাবে হাইব্রিড মডেলে হতে পারে। সেক্ষেত্রে ভারতীয় দলের ম্যাচগুলি অন্য কোনও দেশে আয়োজিত হতে পারে। যদিও আইসিসির তরফ থেকে এ ব্যাপারে সঠিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় বোর্ডকে আশ্বস্ত করেছে যে ভারতীয় দলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে তার বদ্ধপরিকর । পাকিস্তান বোর্ডের তরফে আরও জানানো হয়েছে যে ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজন করবে তারা। সেক্ষেত্রে একই জায়গায় থেকে খেলবে ভারতীয় দল। তাদের সফর করতে হবে না পাকিস্তানের মধ্যে ঘুরে ঘুরে। কড়া নিরাপত্তার মধ্যে রাখা হবে ভারতীয় দলকে। আবার সহজে দলের খেলা দেখতে যেতে পারবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
Discussion about this post