: প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে হার, তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হার…. পাকিস্তান টেস্ট জিতেছিল ৪৫০ দিন আগে। শ্রীলংকার বিরুদ্ধে গত বছর জিতেছিল। শুক্রবার আবার জিতল সেটাও আবার বেন স্টোকসের ইংল্যান্ডে বিরুদ্ধে। বাবর আজম,শাহিন শাহ আফ্রিদের বাদ দিয়ে খেলতে নেমে ১৫২ রানে। প্রথম টেস্টে পাকিস্তান হেরেছিল ইনিংস এবং ৪৭ রানে ।দ্বিতীয় টেস্টের আগে তিনজনকে বাদ দিয়ে খেলতে নামলেও পাকিস্তানের জিততে অসুবিধা হয়নি। বাবরের বদলে দলে আসেন কামরান গুলাম। অভিষেক টেস্টে শতরান করেন তিনি পাকিস্তান প্রায় ৩৬৬ রান জবাবে ব্যাট করতে নেমেছেন ইংল্যান্ড শেষ হয়ে যায় ২৯১ রানে ইংরেজ ওপেন ১১৪ রান করেন। পাকিস্তান পরে ৩৬৬ রান জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শেষ হয়ে যায় ২৯১ রানে ।ইংরেজ ওপেনার বেন ডাকেট ১১৪ রান করেন বাকি ব্যাটাররা রান পাননি। পাকিস্তানের হয়ে অফ স্পিনারর সাজিদ খান তুলে দেন৭ উইকেট। দ্বিতীয় কোশ্চেন করেন পাকিস্তান সলমন আঘা করেন ৬৩ রান। ইংল্যান্ডের সামনে ২৯৭ রানের লক্ষ্য রেখেছিল সান মাসুদের দল। মুলতানের পিছে চতুর্থ ইনিংসে ২৯৭ রান করার কাজটা সহজ ছিল না। ইংল্যান্ড হার স্পিনের বিরুদ্ধে খেলতে না পেরে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বাহাতি স্পিনার নোমান আলী । এই প্রথম কোন ম্যাচে ১০ উইকেট পেলেন নোমান আলী । মুলতানে প্রথম ইনিংসে তিনটি উইকেট নিয়েছিলেন নোমান দ্বিতীয় ইনিংসে নিলেন ৮ টি ।নোমান এবং সাজিদ মিলেই ইংল্যান্ডের ২০টি উইকেট তুলে নিলেন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post