: ২০২৩ একদিনের বিশ্বকাপের ফাইনাল এর আগে খানিকটা মজার ছলেই বলেছিলেন গোটা স্টেডিয়াম কে চুপ করিয়ে দেবেন। এবং সত্যি সত্যি ভারতকে হারিয়ে একদিনের বিশ্বকাপ জিতে স্টেডিয়ামের লাখ খানেক দর্শককে চুপ করিয়ে দিয়েছিলেন প্যাট কামিংস। বহু প্রতীক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফির আগেও একই সুরে ভারতকে চুপ করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন অজি অধিনায়ক। কামিন্স বলেছেন,” ভারত আগে অস্ট্রেলিয়া খেলেছে। এবং ভালো পারফর্ম করেছে। আমার কাজ হচ্ছে ওদের চুপ করিয়ে দেওয়া। নিউজিল্যান্ডের কাছে ভারতের সিরিজ হার কিছুটা হলে অস্ট্রেলিয়াকে সুবিধা দেবে মেনে নিয়ে তিনি বলেছেন, “কোন দল যখন চাপে থাকে তখন তাদের বিরুদ্ধে খেলতে একটা সুবিধা তো হয়ই। তবে মনে রাখতে হবে ভারত আগেও অস্ট্রেলিয়ায় খেলেছে এবং ভালো খেলেছে”। অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দুটি বর্ডার ট্রফি ভারতের দখলে গেছে আবার এর মাঝে অস্ট্রেলিয়া সফর ভারত সফরে এসেও টেস্ট জিতে ফিরতে পারেনি। অকপটে কামিজ জানিয়ে দিয়েছেন ভারতের বিরুদ্ধে সিরিজ জয় তার ক্যারিয়ারের অন্যতম লক্ষ্য ।কামিন্স বলেছেন,” এটা আমার জন্য বড় একটা ব্যাপার বিশেষ করে ঘরের মাঠে জেতা”। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই অস্ট্রেলিয়া ৫ টেস্টের সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। যার মধ্যে একটি দিনরাতের টেস্ট থাকছে ।এই সিরিজের উপর ভারত অস্ট্রেলিয়া দু দলেরই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নির্ভর করছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post