দেশের হয়ে কি খেলতে চাইছেন না প্যাট কামিন্স!একই সময় অন্তর্জাতিক ও দেশের খেলা নিয়ে আপত্তি জানিয়েছেন কামিন্স। এবার আইপিএল থেকে 20 কোটি টাকা উপার্জন করেছে প্যাট কামিন্স। আইপিএল কামিন্সকে এত টাকায় কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ।দলকে ফাইনালে ও তুলেছিল প্যাট কামিন্স। কামিন্স এখন মনে করছেন আন্তর্জাতিক খেলার সঙ্গে একই সময়ে এই ধরনের লিগ হওয়া উচিত নয়।কারণ দেশের টি টোয়েন্টি লিগে অনেকেই খেলছেন। প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনিই ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম অধিনায়ক যিনি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এক দিনের বিশ্বকাপ জিতেছেন।
কামিন্স বলেছেন, “কিছু কিছু দেশের টি-টোয়েন্টি ক্রিকেট খুবই লোভনীয়। আন্তর্জাতিক ক্রিকেটের থেকেও বেশি আকর্ষণীয়।টেস্টের জন্য একটা সময় নির্দিষ্ট রাখা উচিত। অস্ট্রেলিয়ায় যেমন টেস্ট চলে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। সেই সময় আমরা টেস্ট ক্রিকেটই খেলব। আইপিএলের জন্যেও নির্দিষ্ট সময় থাক। তা হলে ক্রিকেটারেরা সহজে ঠিক করে নিতে পারে কোথায় খেলবে।” আগামী বছর যদি অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে তবে সেটা হবে জুন মাসে।ঠিক তার আগেই শেষ হবে আইপিএল।সেখেত্রে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট, এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলতে হবে তাদের। প্যাট কামিন্স এর মতে অন্তর্জাতিক খেলার সঙ্গে দেশের লীগ হওয়া উচিত নয়।কারণ এক্ষেত্রে অনেক খেলোয়াড়কেই দেশের চুক্তি ভাঙতে হয়।
Discussion about this post