২০২৫ সালের নিলাম এর আগে ১০ টি ফ্রাঞ্চাইজি যে খেলোয়াড়দের তাদের দলে ধরে রাখবে তাদের তালিকা প্রকাশ করেছে। শ্রেয়াস আইয়ার ঋষভ পন্থ এবং কি এল রাহুল তাদের প্রাক্তন দলগুলি ছেড়ে দেওয়ায় মুক্তি পাওয়া খেলোয়াড়দের ক্ষেত্রে বেশ কয়েকটি চমক ছিল। কিন্তু যখন এমএস ধোনি এবং রোহিত শর্মার কথা আসে উভয়ের খেলোয়াড়ই চেন্নাই এবং মুম্বাই এর সাথে তাদের সম্পর্ক চালিয়ে যাবেন। সিএসকে ধোনি কে ধরে রাখার জন্য কুখ্যাত আনক্যাপড প্লেয়ার নিয়ম অনুসরণ করা সিদ্ধান্ত নিয়েছে ।কারণ তারা অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাদেজার ১৮ কোটির জন্য,পাথিরানাকে ১৩ কোটি এবং শিবম দুবে১২ কোটিতে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল ২০২৫ সম্পূর্ণ ধরে রাখার তালিকা কলকাতা নাইট রাইডার্স (kkr) সুনীল নারিন ,রিঙ্কু সিং ,আন্দ্রে রাসেল ,বরুণ চক্রবর্তী , হর্ষিত রানা এবং রমনদীপ সিং। সানরাইজার্স হায়দ্রাবাদ(srh) হেনরিক ক্লাসেন, প্যাট কামিংস, ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং নীতিশ কুমার রেড্ডি । রাজস্থান রয়্যালস(Rr) সঞ্জু স্যামসং, রিয়ান পরাগ, যশোস্বী জয়সওয়াল ,সন্দীপ শর্মা এবং সিমরান হেটমায়ার। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিরাট কোহলি, রজত পাতিদার ও যশ দয়াল।। চেন্নাই সুপার কিংস (CSK) ঋতুরাজ গাইকোয়াড় এমএস ধোনি ,রবীন্দ্র জাদেজা ,শিবম দুবে , মাথিশা পাথিরানা। লখনৌ সুপার জায়েন্টস(Lsg): নিকোলাস পুরান ,মায়াঙ্ক যাদব, মহসিন খান আয়ুশ বাদোনি। গুজরাট টাইটান্স। (Gt) রশিদ খান শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওটিয়া শাহরুখ খান। দিল্লি ক্যাপিটাল (ডিসি) অক্ষর প্যাটেল অভিষেক পোড়েল ,ক্রিস্টান স্টাবস, কুলদীপ যাদব। পাঞ্জাব কিংস (পিবিকেএস) শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিং। মুম্বাই ইন্ডিয়ান্স(MI) রোহিত শর্মা, জসপ্রিত বুমরা, সূর্য কুমার যাদব ,তিলক বার্মা ও হার্দিক পান্ডিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post