ভারতের অস্ট্রেলিয়া সফরের জন্য হাতে বেশ কিছুটা সময় বাকি আছে। নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্ট চলছে, এর পর আরও একটি টেস্ট বাকি আছে। আর এখন থেকেই, তাদের চিরাচরিত স্বভাব অনুযায়ী ভারতের উপর চাপ বাড়াতে চাইছে অস্ট্রেলিয়া।প্যাট কামিন্সের হুঁশিয়ারি এখন থেকেই উত্তাপ বাড়াচ্ছে, অস্ট্রেলিয়া-ইন্ডিয়া ম্যাচের। নিউজ়িল্যান্ডের পর আবার লাল বলের ক্রিকেট খেলবে ভারত,অস্ট্রেলিয়ার মাঠে,অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর অস্ট্রেলায়র অধিনায়ক প্যাট কামিন্স এখন থেকেই হুঁশিয়ারি দিয়ে রাখছেন রোহিত ব্রিগেডকে। ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চাপে আছে রোহিতরা। আর এর মাঝেই ভারতের বিরুদ্ধে সবুজ পিচ বানানোর হুঁশিয়ারি দিলেন কামিন্স। ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়। বর্ডার-গাওস্কর ট্রফিতে এ বার পাঁচটি টেস্ট হবে। তার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স বলেন, “আমার হাতে থাকলে পুরো সবুজ পিচ বানাতাম।” তবে পিচ বানানোর ব্যাপারে কামিন্স থাকবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, “দুঃখের বিষয়, পিচ বানানোর ক্ষেত্রে আমার কোনও বক্তব্য নেই। গত দুটো মরসুমে বেশ ভাল পিচ ছিল। অনেকে শতরান করেছে, আবার উইকেটও নিয়েছে।”২০১৮-১৯ এবং ২০২০-২১ সালের পর এ বারেও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ় জিততে চাইবে রোহিতরা। পর পর তিন বার অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের লক্ষ্যে মাঠে নামবে ভারত। তবে সেই কাজ মোটেই খুব সহজ নয়। কামিন্স মনে করছেন ব্যাট এবং বলের তুল্য মূল্য লড়াই হবে। তিনি বলেন, “ব্যাট এবং বলের সমান আধিপত্য থাকা উচিৎ। ভারতের কিছু কিছু পিচে সেটা দেখা যায় না। গত সফরে আমাদের দিল্লিতে জেতা উচিত ছিল। পর পর উইকেট গেলে দুই দলের মধ্যে ফারাকটা খুব বেশি থাকে না। আমরা সেই ধরনের পিচ নিয়ে কিন্তু কোনও অভিযোগ করিনি।” ২২ শে নভেম্বর মাঠে নামলে ভারত বুঝতে পারবে পিচ বানানোর ক্ষেত্রে কামিন্সরা কতটা প্রভাব খাটিয়েছে। পিচ কতটা সবুজ হচ্ছে সেই দিকে লক্ষ্য থাকবে ভারতের।
কথায় আছে না বোকা বন্ধুর থেকে, বুদ্ধিমান শত্রু ভালো। কারণ বোকা বন্ধু শুধু তোষামদ করে। আর বুদ্ধিমান শত্রুর থেকে অনেক...
Read more
Discussion about this post