: বয়স মাত্র ১৩ বছর। এই বয়সেই আইপিএলের সামিল হয়ে আগে ইতিহাস করেছিলেন বৈভব সূর্যবংশী। তাঁকে সৌদি আরবের জেড্ডায় আয়োজিত নিলাম থেকে দ্বিতীয় দিনে এক কোটি দশ লক্ষ টাকার দলে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএলে নিলামে বিক্রি হওয়া কনিষ্ঠতম ক্রিকেটার হয়ে যান বৈভব। ভারতের ক্রিকেট মহলে বৈভব সূর্যবংশী বিস্ময় বালক হিসেবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যেই ।তবে। বৈভবের বয়স নিয়ে প্রশ্ন ওঠা থামছে না ।এবার প্রশ্ন তুললেন প্রাক্তন পাক ক্রিকেটার। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ব্যাট হাতে নজর কেড়েছেন বৈভব। শ্রীলংকার বিরুদ্ধে বৈভবের একটি ছক্কা দেখার পরেই প্রাক্তন পাক ক্রিকেটার জুনেইদ খান বিষ্ময় প্রকাশ করেছেন ।বৈভবের বিরুদ্ধে বয়স ৺ভাড়ানোর অভিযোগ এনেছেন তিনি। প্রাক্তন পাক ক্রিকেটার বৈভবের এই ছক্কার ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়া তুলে ধরেছেন। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে জুনেইদ লিখেছেন ,’১৩ বছরের একটা বাচ্চা কি এত বড় ছক্কা মারতে পারে?’ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের মোট পাঁচটি ম্যাচ খেলেছেন বৈভব সূর্যবংশী তাতে তিনি করেছেন ১৭৬ রান। বৈভব টুর্নামেন্টের ১৪টি চার ও ১২ টি ছক্কা মেরেছিলেন। ভারত ফাইনালে উঠলো পাকিস্তান ফাইনালে উঠতে ব্যর্থ হয় সেমিফাইনালে বাংলাদেশের কাছে সাত উইকেট হেরে যায় পাক দল। ফাইনালে বাংলাদেশের কাছে হেরে ট্রফি হাতছাড়া করে ভারত। বৈভবের বয়স নিয়ে প্রশ্ন ওঠা নতুন নয়। অনেকেই বলেছিলেন, ১৩ বছরের প্রতিভাশালী ক্রিকেটার বয়স ৺ভাড়িয়েছে। কিন্তু বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বলেছিলেন বৈভবের যখন সাড়ে আট বছর বয়স সেই সময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাড়ের পরীক্ষা দিতে হয়েছিল। তার রিপোর্ট থেকে সব পরিষ্কার যে হয়ে যায়। ইতিমধ্যে অনূর্ধ্ব ১৯ ভারতের হয়ে খেলা হয়ে গিয়েছে ওর। প্রয়োজনে আবারও বয়সের পরীক্ষা দিতে পারে বৈভব।”
: চলতি বর্ডার অবস্থায় ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১- ১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী...
Read more
Discussion about this post