: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মেগা নিলাম আসন্ন। আগামী ২৪ও২৫ নভেম্বর সৌদি আরবে বসবে বিশ্বের সবচেয়ে ধনী ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের নিলামের আসর ।ভারতীয় সময় দুপুর তিনটে শুরু হবে মেগা নিলাম এবারে নিলাম ১৫৭৪ জন প্লেয়ার রেজিস্টার্ড করিয়েছিলেন ।তার মধ্যে এক হাজার প্লেয়ার বাদ পড়েছেন ।৫৭৪ জন প্লেয়ার উঠেছেন নিলামে। ১০টি টিম এর কাছে মোট ৬৪১ কোটি টাকা রয়েছে। সব মিলিয়ে ২০৪ জন প্লেয়ার কে তারা কিনতে পারবে ।এর মধ্যে বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন যাদের ওপর টাকার বৃষ্টি হতে চলেছে। এবার নিলামে উঠেছে ঋষভ পন্থ,কে এল রাহুল ,মোঃ শামি, শ্রেয়স আইয়ার রবিচন্দ্রন অশ্বিন যজুবেন্দ্র চাহালের মত তারকা প্লেয়াররা। এরা সবাই নিজেদের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন ।বিদেশি প্লেয়ারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জস বাটলার ডেভিড ওয়ার্নার, জেমস অ্যান্ডারসন ফাঁফ দুপ্লেসির মতো প্লেয়াররা রয়েছেন নিলামে। দেখার বিষয় হল এই তালিকায় টাকার অঙ্কে কে কাকে হারাতে পারেন। এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার রিটেল স্টার্ক ২০২৪ সালের আইপিএলে স্টার কে ২৪ পয়েন্ট ৫০ কোটি টাকায় কিনেছিল কলকাতার নাইট রাইডার্স তিনি এবার ও ২ কোটি টাকা বেস্ট প্রাইস নিয়ে নিলামে উঠেছেন ২০২৩ সালের বিশ্বকাপে চোট নিয়ে জেরবার হয়েছেন মোহাম্মদ সামি। দীর্ঘ বিশ্রামের পর রঞ্জিতের দুর্দান্ত কাম ব্যাক করলেন শামি। যদিও তাকে রিটেন করেনি গুজরাট টাইটান্স। ২ কোটি টাকা বেস্ট প্রাইস নিয়ে শামিও নিলামে রয়েছেন। প্রতিটি ফ্রাঞ্চাইজের হাতে টিম তৈরির জন্য ১২০ কোটি টাকা রয়েছে পকেটে। রিটেনশনের পর পাঞ্জাব কিংসের হাতে ১১০.৫ কোটি টাকা রয়েছে ।একাধিক ফ্রাঞ্চাইজির রয়েছে যাদের হাতে এতটাই টাকা আছে যে তারা ৫০ কোটি টাকা দিয়েও কোন প্লেয়ারকে কিনে নিতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ৮৩ কোটি, দিল্লি ক্যাপিটালস এর হাতে ৭৩ কোটি, গুজরাট টাইটেলসের হাতে ৬৯ কোটি, লখনৌ সুপার জায়েন্টসের হাতে ৬৯ কোটি, চেন্নাই সুপার কিংস এর সাথে ৫৫ কোটি, কলকাতার নাইট রাইডার্স এর হাতে ৫১ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে ৪৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দ্রাবাদ ৪৫ কোটি রাজস্থান রয়েলসের হাতে ৪১ কোটি টাকা রয়েছে খরচ করার জন্য ।
গ্রীষ্মের মরসুমের টানা ৭টি টেস্ট জাতীয় দলের হয়ে মাঠে নামবেন প্যাট কামিংস ,জস্ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। পাকিস্তানের বিরুদ্ধে তিন...
Read more
Discussion about this post