আইপিএলের ২০২৫ এর মেগা নিলামের আগে খেতাব রক্ষার লড়াইয়ে নেমে কেকেআর বেছে নিয়েছেন …কোন ক্রিকেটার সামনের মরসুমে কেকেআরের হয়ে খেলবে। এই তালিকায় রয়েছেন সুনীল নারিন আন্দ্রে রাসেল ,রিঙ্কু সিং, বরুন চক্রবর্তী ও হর্ষিত রানা। এই ছয় জন ক্রিকেটারকে ধরে রাখতে কে কে আর সবচেয়ে বেশি টাকা দিয়ে রিটেন করেছে রিঙ্কু সিং কে তার মাইনে ১৩ কোটি টাকা। তারপর দ্বিতীয় সর্বোচ্চ টাকার চুক্তি হয়েছে বরুন চক্রবর্তী সঙ্গে তার চুক্তির অংকের পরিমাণ ১২ কোটি টাকা।সুনীল নারিন , আন্দ্রে রাসেলকেও রিটেন করা হলো ১২ কোটি টাকাতেই। হর্ষিত রানা ও রামনদীপ সিং দুজনেই আনক্যাপড প্লেয়ার হিসেবে ৪কোটিতেই রিটেন হয়েছে। এদিকে কেকেআর ১৭ জন ক্রিকেটার কে ছেড়ে দিয়েছে তালিকায় শ্রেয়াস ইয়ার মিছিল স্টার্ক আছে সেটা তো সকলেই জানা এ ছাড়াও আছেন বহু ক্রিকেটার উমর। নাম গুলি হল নীতিশ রানা অনুকূল রায়, বৈভব অরোরা, সুয়েস শর্মা। রাহমাতুল্লা গুরবাজ ,জেসন রয় , ভেঙ্কেটেস আইয়ার মুজিব রহমান শেরফানে রাদারফোর্ড মুজিব রহমান শেরফান রাদারফোর্ড, গ্যাস অ্যাটকিনশন, চেতন শাকারিয়া, । শ্রেয়াস আইআর কে ছেড়ে কেকেআরের পার্সে ফিরল ১২কোটি পঁচিশ লক্ষ টাকা। নীতিশ রসেরা কে ছেড়ে দিয়ে বাঁচল ৮ কোটি টাকা। ৮ কোটি টাকা ফিরলো পার্সে অলরাউন্ডার ভেঙ্কাটেশ আইআরকে ছেড়ে দেওয়ায়। বিদেশি বোলার স্লটের মুহিব রহমানকে কেকেআর কিনেছে রেকর্ড টাকায়। ব্রাদারফোর্ডের জন্য কেকেআর দিয়েছিল ১.৫ কোটি টাকা তাকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এলো টিম ম্যানেজমেন্ট এক কোটি টাকা মূল্যের বিদেশি বোলার অ্যাটকিনশন কেও ছেড়ে দেওয়া হল
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post