, আইপিএলের মহা নিলাম যত এগিয়ে আছে তত বাড়ছে দলবদলের জল্পনা। কোন ক্রিকেটার কোন দলে যাবেন তা নিয়ে চর্চার তুঙ্গে। এর মধ্যে নিজেদের রিটেনশন লিস্ট প্রকাশ্যে নিয়ে এলো গুজরাট টাইটান্স। তাহলে কি বাদ পড়লেন মহম্দদ শামি? এবার আইপিএলে পাঁচজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে ফ্রেঞ্চাইজিগুলো সঙ্গে একজন ‘আনক্যাপড’ প্লেয়ার। ৩১ অক্টোবরের মধ্যে লিস্ট জমা দেওয়ার কথা। ফলে জল্পনা ক্রমশ বাড়ছে এর মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট করে আগুনে ঘি ঢাললো গুজরাট টাইটান্স। তাদের পোস্টের তিনটি ছবিতে রয়েছে সুভমান গিল ও রসিদ খান। সঙ্গে ক্যাপশন ‘শুভ রাশেরর জুটি যখন বিপক্ষের উপর দাপট দেখায় ,ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়া প্রশ্ন উঠতে শুরু করে। তাহলে কি নিজেদের রিটেনশন লিস্ট প্রকাশ্যে নিয়ে এল গুজরাট ?,শুভমান এই দলের অধিনায়ক। হার্দিক পান্ডিয়ার বিদায়ের পর দলের দায়িত্ব সামলেছিল ।অন্যদিকে রশিদ খানের ঘূর্ণি গুজরাটকে বহু ম্যাচ জিততে সাহায্য করেছে। সেই সঙ্গে উঠে যাচ্ছে আরেকটি প্রশ্ন যদি শুভমান ও রশিদকে তারা রিটেন করে সে ক্ষেত্রে কি বাদ পরবেন মহম্দদ শামি? তাহলে তাকে নিয়ে পোস্টার নয় কেন ?২০২২ এ গুজরাটকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শামির। নিয়েছিলেন ২০উইকেট ।পরের মরশুমে পান ২৮ টি উইকেট। কিন্তু চোটের জন্য গত মরশুমে খেলতে পারেননি। ভারতীয় দলে ফেরার জন্যও তৈরি । তারপরেও কি গুজরাট দলে রিটেনের তালিকায় উপেক্ষিত শামি? প্রশ্ন সকলের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post