: একদিনের বিশ্বকাপ ফাইনাল খেলার পর পায়ে চোট লাগার কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডে অস্ত্রোপচার করতে যান এবং তারপর দীর্ঘদিন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহাবে ছিলেন তিনি। যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা হয়নি তার ।এমনকি অস্ট্রেলিয়া সিরিজও তিনি ভারতীয় দলের স্থান পাননি। অস্ট্রেলিয়া সিরিজ এর আগে তিনি একটি বিবৃতি দিয়ে জানান যে তিনি সম্পূর্ণ সুস্থ। যদিও তারপরে তার হাঁটুতে লাগে এবং অবশেষে অস্ট্রেলিয়াগামী দল থেকে তাকে বাদ দেওয়া হয়। ১৩ ই নভেম্বর বাংলার হয়ে রঞ্জিত ট্রফি ক্রিকেট খেলতে নামেন উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩৬০ দিন পরে। প্রথম ইনিংসে চারটি এবং দ্বিতীয় ইনিংসে তিনটি মোট সাতটি উইকেট দখল করে বাংলার জয়ের প্রধান ভূমিকা পালন করেন। চার দিনের এই ম্যাচে কখনোই তাকে আনফিট বলে মনে হয়নি। আগামী ২২ শে নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। এই মুহূর্তে তিনি দলের বাইরে থাকলেও বাংলা দলের হয়ে মুস্তাক আলী ট্রফিতে তার নাম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সাদা বলের ক্রিকেটে আবার তিনি মাঠে নামছেন বাংলার হয়ে। ২৩ শে নভেম্বর থেকে শুরু হচ্ছে সৈয়দ মোস্তাক আলী ট্রফি ।বাংলা খেলবে রাজকোটে ।সেখানেই খেলবেন সামি ।প্রথম দিন বাংলার ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে। আজ সোমবার বাংলার টিম নির্বাচন। শামিকে রেখেই সাজানো হচ্ছে টিম। সুদীপ ঘরামি ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা প্রবল ।যদিও সুদীপকে ক্যাপ্টেনের বাড়তি চাপ দেওয়ার কি হবে কিনা তা নিয়ে আলোচনা হতে পারে। টিমে সুযোগ পাচ্ছেন করন লাল। শামি ফিরে আসার বাংলার বোলিং শক্তি যে বেড়ে গিয়েছে তার প্রমাণ রঞ্জিত ট্রফিতে পাওয়া গেল। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে দারুন বোলিং করেছেন শামি। এবার সাদাবলের ক্রিকেটও। শামিকে পেয়ে যাওয়ায় বাংলা শিবিরে উচ্ছ্বাস সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় রবিবার বলেন,’ ওকে পাওয়াই আমাদের শক্তি যে অনেক বাড়ল এ নিয়ে কোন সন্দেহ নেই।’
আইপিএলের মেগা নিলাম বাকি হাতেগোনা কয়েকটি দিন . দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলি। জল্পনা রয়েছে ক্রিকেট...
Read more
Discussion about this post