Details দ্বিতীয় দিনের খেলা শেষে টিমের কেউ নেই মাঠে। কে এমন সম্পূর্ণ রান আপ নিয়ে বোলিং করে যাচ্ছেন? কে আর মহাম্মদ শামি। কদিন আগে রোহিত সাংবাদিক সম্মেলনে জানান, অর্ধেক ফিট শামিকে নিয়ে তাঁরা অস্ট্রেলিয়া সফরে যেতে চান না ।নতুন করে হাঁটুতে চোট পাওয়ায় ভারতীয় পেসারকে’ রিকভারি ‘ শুরু করতে হবে। তারপর ধরেই নেওয়া হয় শামিকে আসন্ন অস্ট্রেলিয়া শহরে পাওয়ার সম্ভবনা খুব কম। কিন্তু বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে নতুন করে তাকে নিয়ে আসা সঞ্চার হয়েছে। এদিন শুরুতে ছোট রান আপে চিন্নাস্বামীতে বোলিং করছিলেন সামি এবং সময় যত এগুলো তত তার রান আপ বাড়তে শুরু করল। এটা ঘটনা যে ভারতীয় পেশারের বা হাঁটুতে একটা ক্রেপ ব্যান্ডেজ দেখা গিয়েছে। কিন্তু বোলিংয়ের সময় দৃশ্যত তাঁকে পা নিয়ে কোনরকম অস্বস্তি দেখা যায়নি। শুরুর দিকে তুমি যে স্বাভাবিক গতির অর্ধেকের বোলিং করছিলেন শামি।কিন্তু পরের দিকে প্রায় পূর্ণ গতিতে বল করা শুরু করে দেন । তবে পুরো রান আপে বোলিং করলেও তার বোলিংয়ে সেই পুরনো আগুনে ছন্দ দেখা যায়নি। যা খুব স্বাভাবিক। কারণ রিকভারির একদম প্রথম ধাপে রয়েছেন তিনি।
পঞ্জাব ম্যাচে পিছিয়ে থেকেও জয় যে তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে তা শনিবার ইস্টবেঙ্গলের পারফরম্যান্সেই বোঝা গিয়েছে। আগাগোড়া দাপুটে ফুটবল খেলে জামশেদপুরকে...
Read more
Discussion about this post