সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মহারাজ ।তাকে ঘিরে সকলের মনে বরাবরই ভালোবাসার পারদ তুঙ্গে। খেলার মাঠ হোক কিংবা ক্যামেরার সামনে দাদা যে সব চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তা প্রমাণ করে দিয়েছেন। কখনো শিল্প কখনও বিজ্ঞাপন কখনো খেলার মাঠ কখনো সংসার ,সব ক্ষেত্রেই তিনি যে পারদর্শী তা পদে পদে বুঝিয়ে দিয়েছেন সৌরভ । এক কথায় বলা যায় সৌরভ যাতে হাত দিয়েছেন তাতেই সোনা ফলিয়েছেন। তবে এবার সৌরভের উপর মেজাজ হারালেন একশ্রেণী । সোশ্যাল মিডিয়ায় রে রে করে ওঠা নেটিজেনদের একাংশ সৌরভ গঙ্গোপাধ্যায় কে করলে চরম ট্রোল । দর্শক মহলে তার এমন ইমেজ যে তাকে খুব একটা সমালোচনার মুখে পড়তে হয় না ।তবে এবার কি এমন ঘটলো যা নিয়ে এত কথা শুনতে হচ্ছে তাঁকে? সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয় ।সোশ্যাল মিডিয়ায় টলিউড অনলাইন পেজ থেকে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক রান্নার তেল সংস্হার বিজ্ঞাপনের জন্য পথে নেমেছিলেন তিনি । সেখানে বর্ষায় ইলিশ রান্না করতে শুরু করলেন সেই তেল ব্যবহার করে ।পাশে দাঁড়িয়ে এক প্রবীণ মহিলা শিখিয়ে দিচ্ছিলেন তাকে রান্না করতে। এই ভিডিও চোখে পড়তে এক শ্রেণী লিখলেন ‘টাকার বিনিময়ে সব করতে পারে’ কেউ লিখলেন ,’শিল্প দাদা’। আবার কারো কথায়,’ টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে’,। কেউ আবার কটাক্ষ করে লিখলেন,’ দিন দিন তলিয়ে যাচ্ছে’। কেউ সৌরভের উদ্দেশ্যে লিখলেন ‘কী করবে আর কী করবে না ভেবে পাচ্ছে না’।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post