গতবছর উয়েফা নেশনস লিগে টাইব্রেকারে লুকা মাদ্রিচদের হারতে হয়েছিল স্পেনের কাছে। চার বছর আগে প্রি-কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় ৫-৩ গোলে স্পেনের কাছে হার মেনেছিল ক্রোয়েশিয়া। ইউরোয় আজ ফের মুখোমুখি দুই প্রতিপক্ষ। ৩৮ বছরের লুকা মাদ্রিদ এখন ক্রোয়েশিয়ার প্রাণ ভোমরা। সাম্প্রতিক রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচগুলোতে পুরো ৯০ মিনিট খেলেননি। সেমিফাইনালে ফাইনালেও তাকে কার্লো আন্সেলেত্তি নামিয়েছিলেন বদলি হিসাবে। কিন্তু ক্রোয়েশিয়ার কোচ জাটকো দালিচের সেই বিলাসিতা দেখানোর জায়গা নেই। তাছাড়া মাদ্রিচ মাঠে থাকা মানেই প্রতিপক্ষের সব সময় তৎপর থাকা । শনিবার রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ডিফেন্স কে ব্যস্ত রাখার জন্য অবশ্য ক্রোয়েশিয়ার আরো অস্ত্র মজুদ। ক্রোয়েশিয়ার মিডফিল্ডের তিনমূর্তি স্পেনের আতঙ্কের কারণ হতে পারে।
মাদ্রিদের সঙ্গে আছেন মাতেও কোভাচিচ এবং আল নাসেরের ক্রিশ্চানো রোনাল্ডোর সতীর্থ মার্সেলো রোজোভিচ । কোচ দালিচ মোটামুটি ধরে রেখেছেন কাতার বিশ্বকাপের দলকেই। কিন্তু পরিবর্তন হয়েছে স্পেন শিবিরে। লুইস এনরিকের উত্তরসূরী হিসেবে দায়িত্ব তুলে নিয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। পরিচিত তিকি তাকা ঘরানার ফুটবলকে ফিরিয়ে আনার সঙ্গে তুলে এনেছেন এক ঝাক নতুন মুখ ।১৬ বছরের লামিনে ইয়ামাল, ২১ বছরের ফেরমিনন লোপেস, ২৪ বছরের ফেরান তোরেসের মতো তরতাজা ফুটবলারদের সামনে সারিতে নিয়ে এসে তিনি স্পেনীয় ফুটবলের হারিয়ে যাওয়া গৌরবফিরিয়ে আনতে মরিয়া । তবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দ্বৈরথে স্পেন শিবিরের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছেন বার্সেলোনার ২১ বছরের মিড ফিল্ডার পেদ্রি । দীর্ঘ চোট পর্ব শেষ করে এই মরসুমে বার্সেলোনার হয়ে ধারাবাহিক ভালো খেলেছেন তিনি। যাকে নিয়ে প্রাক্তন বার্সেলোনা ম্যানেজার পেপ গুয়ার্দিওলা সম্প্রতি স্পেনের একটি সংবাদপত্রে বলেছেন , “এই ইউরোয় আমার চোখ থাকবে পেদ্রির দিকে ।
জাভি , ইনিয়েস্তার পরে স্পেন ফুটবল নিঃসন্দেহে এক অসাধারণ প্রতিভা কে পেয়েছে ।আমি মনে করি ওই স্পেনের চালিকাশক্তি হয়ে উঠবে”। স্পেনের এই নতুন মিডফিল্ডার কে নিয়ে সচিব তাদের সতর্ক করে দিয়েছেন লুকা মাদ্রিচ একটি সাক্ষাৎকারে বলেছেন , পেদ্রির ফুটবল আমি মন দিয়ে লক্ষ্য করেছি। পুরো মাঠ জুড়ে খেলে ।আক্রমণ ভাগের তীক্ষ্ণতা ওর উপরই দাঁড়িয়ে রয়েছে। তাই সতীর্থদের বলছি ওকে মাঠে বেশি নড়াচড়া সুযোগ দিও না তাহলে বিপদ অবধারিত”। স্পেনের বিরুদ্ধে অতীতের বিবর্ণ পরিসংখ্যান নিয়ে ওয়াকিবহাল দালিচ ও ।তিনি বলেছেন, ” স্পেনের বিরুদ্ধে আমাদের দলের পরিসংখ্যান মোটেও ভালো নয় ।তবে আশা করি দল এমন ফুটবল খেলবে না যা ক্রোয়েশিয়ার সমর্থকদের হতাশ করে দেবে”। বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার ফুটবল সংস্থা পালন করেছে১১১ বছরের জন্মদিন। ইউরো ঠিক আগে এই জন্মদিনে থেকে নতুন সাফল্যের খোঁজ শুরু করছে তারা । স্পেন কি শুরুতেই সেই স্বপ্নে বাধা হতে পারবে ?
Discussion about this post