: বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে ,টেস্ট টিমের ধারে কাছেও নেই ।ভারতীয় ‘এ ‘টিমেও জায়গা পাননি।নিজেকে প্রমাণের জায়গা বলতে রঞ্জিত ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলা ।সেখান থেকে জাতীয় নির্বাচকদের জন্য বার্তা দিচ্ছে শ্রেয়াস আইয়ারের ব্যাট ।মুম্বাইয়ে উড়িষ্যার বিরুদ্ধে রঞ্জি ম্যাচের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন ১৫২ রানের ব্যাট করতে নেমে ছিলেন। ২৩৮ বল খেলে আউট হলেন ব্যক্তিগত ২৩৩ রানে। ইনিংস সাজানো ২৪ টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারিতে। এই নিয়ে টানা দুই ম্যাচই বড় রান পেলেন শ্রেয়স আইয়ার। এর আগে মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচেও ১৪২ রান করেছিলেন। কেকেআর শ্রেয়সকে রাখতে চাইলেও নাইটদের অধিনায়ক কোন এক কারণে কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন ।আর কে কে আর ছাড়ার পরই রঞ্জিতের দ্বিশতরান করলেন শ্রেয়স। আইপিএলের কলকাতা নাইট রাইডার্স কে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স আইয়ার । নিজে খুব ভালো ফর্মে না থাকলেও নজর কেড়েছিল তাঁর ক্যাপ্টেন্সি। নাইট রাইডার্স ছাড়ার পরই ব্যাট হাতে কপাল খুলে গেল শ্রেয়সের। নাকি পারফরমেন্সের কঠোর পরিশ্রমের সুফল হিসাবেই তার উত্তর সময়েই দেবে। তবে অতীতে ক্রিস গেইল, সূর্য কুমার যাদব ,শুভমান গিল , প্যাট কামিংসদের মতো অনেক ক্রিকেটারকেই দেখা গেছে কলকাতার নাইট রাইডার্স ছাড়ার পরেই ফর্ম ফিরে পেতে । তবে তিনি যে নিলামের টেবিলে ঝড় তুলতে চলেছেন ,তা ভালোই বোঝা গেল।
ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ তিনি বলেছেন যে ক্ষমতা থাকলে...
Read more
Discussion about this post