details শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন কিন্তু তাকে আদৌ ডিটেনশনের প্লেয়ারদের মধ্যে রাখা হবে কিনা তা নিয়ে জোর সন্দেহ কেকেআর থিম ট্যাংকের ।তবে যে খেলোয়ারকে নিয়ে সকলেই কার্যত একমত যে একে কোন ভাবেই ছাড়া যাবে না তিনি হলেন নাইটদের ‘মাসেল রাসেল’ অর্থাৎ ক্যারিবিয়ান হিট স্টার আন্দ্রে রাসেল। এদিকে কেকেআরের দুরন্ত পারফরমেন্সের অভিযানে কেকেআর কে গাইড করেছিলেন ২০১২ এবং ২০১৪ তে কেকেআর কে চ্যাম্পিয়ন করা অধিনায়ক গৌতম গম্ভীর ।তবে এবার তিনি ছিলেন মেন্টরের ভূমিকায় কিন্তু তিনি ভারতীয় দলের হেড কোচ হওয়ায় এবার নাইটদের নতুন মেন্টর ডয়েন ব্রাভো । তাহলে কি এবার টিম ম্যানেজমেন্ট নতুন মেন্টরের সঙ্গে নতুন অধিনায়ক আনবে? সর্বভারতীয় সংবাদ সংস্থার মত অনুসারী কেকেআর ম্যানেজমেন্ট এই মুহূর্তে খুব একটা আগ্রহী নয় চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন কে ধরে রাখতে। অন্যদিকে কেকেআর প্রথম যাকে ধরে রাখবে সেই নাম শিওর হয়ে গেল ,সেটা হলো আন্দ্রে রাসেল। এদিকে কে কে আর সূত্রে একটা বড় খবর সামনে এসেছে যে, নিতীশ রানাকে একটা অংশ চেয়েছিল অধিনায়ক হিসেবে। কারণ আইপিএলের ২০২২ এ শ্রেয়াস আইয়ার চোট পাওয়ার কারণে নীতিশই অধিনায়কত্ব সামলেছিলেন আর আইয়ার ফেরার পর নীতিশ সহ অধিনায়ক হয়েছিলেন। কেকেআরের রিটেনশনে কোন সন্দেহ নেই যে কেকেআর সুনীল নারিন কে ধরে রাখবে ।কারণ আইপিএল ২৪ এ তিনি নাইট জার্সিতে অলরাউন্ড শো দিয়েছিলেন ।হর্ষিত রানা এখনো আনক্যাপড প্লেয়ার ফলে তিনিও সম্ভবত এই ফ্র্যাঞ্চাইজিতে থাকবেন না। কেকেআর রমনদীপ সিং,সুয়াশ শর্মাকে ৪ কোটি দিয়ে ধরে রাখতে পারে।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post