ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে এবার নাকি শ্রেয়াস আইয়ার কে ধরে রাখার জন্য আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিতে পারে কেকেআর ।এমনটা হলে সত্যিই চমকে দেওয়ার মতো খবর হবে যদিও রাসেলকে ছাড়ার পেছনে ক্রিকেট বিশেষজ্ঞরা একাধিক যুক্তিযুক্ত কারণ দেখাচ্ছে। রাসেলের বয়স ৩৭ পেরিয়ে গিয়েছে ।একইসঙ্গে পারফরমেন্সের গ্রাফ অনেক পড়ে গিয়েছে ।সেই জায়গায় ভবিষ্যতের কথা ভেবে অন্য কোন তারকার কথা ভাবতে পারে নাইটরা। রাসেলকে যদি একান্ত রিলিজ করতে হয় কলকাতার নাইট রাইডার্সের আর অন্য কোন ক্যারিবিয়ান বিগ হিটার কে নেয়া হতে পারে। তাহলে কেকেআরের তালিকায় রয়েছে একাধিক নাম। রভম্যান পাওয়েল: আই পিএল মঞ্চে খুব অল্প সময়ে নামি তারকা হয়ে উঠেছেন রভম্যান পাওয়েল। দিল্লি, রাজস্থান সহ একাধিক দলের হয়ে খেলেছেন বিধ্বংসী ইনিংস। বোলিং করে থাকেন রভম্যান পাওয়েল। শেরফান রাদারফোর্ড: দ্বিতীয় রাসেলের খোঁজার ক্ষেত্রে কেকেআর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারেন আরও এক ক্যারিবিয়ান তারকার উপর। তিনি হলেন শেরফান রাদারফোর্ড। গতবারেও নাইট স্কোয়াডে ছিলেন তিনি। এবার তাকে রিলিজ করলে ও ফের দলে নিতে পারে নাইটরা।বিগ হিটিং এর পাশাপাশি বোলিংও করতে পারেন তিনি। এভিন লুইস: ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন এর অন্যতম বড় তালিকা, এভেন লুইস ।সম্প্রতি শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ৬১ বলে ১০২ রানের মারকাটারি ইনিংস খেলেছেন ।আইপিএলে একাধিক দলের খেলার অভিজ্ঞতাও রয়েছে। ফলে কেকেআরের ব্যাটিং শক্তি বাড়াতে পারেন এই ক্যারিবিয়ান তারকা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post