৪০ পেরোলেই চালশে! অন্তত সুনীল ছেত্রীর জন্য নয়। শনিবার ঘরের মাঠে তার হ্যাটট্রিকে ভর করে কেরল ব্লাস্টার কে ৪-২ গোলে হারালো ব্যাঙ্গালোরের এফসি-। আইএসেলের ইতিহাসে বয়স্ক তম ফুটবলার হিসেবে হ্যাট্রিকের রেকর্ড করলেন সুনীল। চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন সুনীল। তার বিকল্প যে খুঁজে পাওয়া যায়নি ভারতের প্রতিটি ম্যাচে চোখে পড়ে ।অন্যদিকে ক্লাবের জার্সিতে আগুনে ফর্মে আছেন তিনি । ৮ গোল করে সুনীলই চলতি লিগে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক। ম্যাচ শেষে ব্যাঙ্গালোরের সহকারী কোচ রেনেডি সিং বলেই গেলেন, “ভারতীয় ফুটবলের জন্য ছেত্রী যা করেছেন তার কোন তুলনা নেই । এখন ও মনের আনন্দে ফুটবল খেলে। আর তার ফল কী হয় সেটা তো চোখের সামনেই দেখলাম।” কান্তিরাভা স্টেডিয়ামে ৮ মিনিটের মাথায় শিকারী বাঘের মত বলে মাথার ছুঁয়ে গোল করেন ছেত্রী ।৩৮ মিনিটে ব্যাঙ্গালুরু কে ফের এগিয়ে দেন রায়ান উইলিয়ামস ।পরপর দুটি গোল শোধ করে কেরল। ৭৩ মিনিটে বেঙ্গালুরু কে এগিয়ে দেন সুনীল । আর হ্যাট্রিকের গোল এলো ৯৮ মিনিটে কেরালা ডিফেন্ডারদের অনায়াসে বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গোটা স্টেডিয়াম জুড়ে তখন ‘সুনীল সুনীল’ জয়ধ্বনি। ম্যাচের পর সমর্থকদের উদ্দেশ্যে ভাইকিং ক্লাপ দেন বেঙ্গালুরু ফুটবলাররা। তারপর খুদে সমর্থকদের হাতে জার্সি তুলে দিয়ে মন জয় করে নেন সুনীল।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post