অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বদলা নেওয়া হয়ে গিয়েছে। এবার পালা ইংরেজদের। এই বার্তাটাই এখন উড়ে আসছে ভারতীয় দলের উদ্দেশ্যে। গত দু বছরে ভারতের ক্রিকেট ভক্তদের স্বপ্নভঙ্গ হয়েছে এই দুটো দেশের বিরুদ্ধেই। গত নভেম্বরে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া কাছে হারতে হয়েছিল ভারতকে। আর তারও আগে আগে, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিলেন বিরাট-রোহিতরা। ভারতের কাছে হারের ধাক্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। আর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আবার সেই ইংল্যান্ডের সামনে পরেছে ভারত।
বৃহস্পতিবার গায়ানায় ঠিক হয়ে যাবে, দু’বছর আগে হারের শোধ ভারত তুলতে পারবে কিনা। দু বছর আগে অ্যাডিলেডে রোহিতরা ১৬৮ তোলার পরে ষোল ওভারেই বিনা উইকেটে ১৭০ রান তুলে ম্যাচ জিতেছিল ইংরেজরা। সেদিন ভারতের বোলিং নিয়ে ছিনিমিনি খেলে জিতেছিল ইংল্যান্ড। দুই ওপেনার বাটলার আর আলেক্স হেলসই তুলে দিয়েছিল রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন সেমিফাইনালের প্রতিপক্ষ কে তা নিয়ে তিনি ভাবছেন না।
রোহিত বলেছেন, “আমরা আলাদা কিছু করতে চাইছি না ।যে ক্রিকেট খেলছি সেটাই খেলে যাবো ।কে প্রতিপক্ষ তা দেখার দরকার নেই”। আরো বলেন ,”সবাইকে বলছি খোলামনে খেলতে ।চাপ না নিতে । এইরকম ক্রিকেট খেললেই আমরা সফল হব”। বিশ্বকাপের প্রথম পর্বে পেস আক্রমণই ছিল ভারতের প্রধান অস্ত্র। নিউইয়র্কে সুবিধা পাচ্ছিলেন পেসার রা। কিন্তু সুপারএইট পড়বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন স্পিনাররা। বিশেষ করে চায়নাম্যান্স স্পিনার কুলদীপ যাদব। রোহিত বলেছেন,”এখানকার পিচে যে কুলদীপ ভালো বল করবে তা জানতাম। ওয়েস্ট ইন্ডিজের পিচে কুলদীপকে দরকার। আমি নিশ্চিত পরের ম্যাচগুলোতে ওর বড় ভূমিকা থাকবে”।
Discussion about this post