শেষ আইপিএলে দুরুন্ত ফর্মে থাকা বিরাট এবার বিশ্বকাপে একেবারেই ফর্মে ছিলেন না। তাঁর ব্যাট থেকে আসেনি বড় রান। তবে চ্যাম্পিয়নরা বড় ম্যাচেই নিজেদের প্রমান করেন, বিরাটও তাই। ফাইনালে তাঁর ব্যাট থেকে এল অনবদ্য ৭৬ রান। আর ভারতও জিতল টি২০ বিশ্বকাপ।
টি২০ বিশ্বকাপ জয় অতীত। এবার জিম্বাবোয়ের সঙ্গে টি২০ সিরিজ খেলবে ভারত, তারপরেই শ্রীলঙ্কা সফর। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেট ভক্তদের দুঃসংবাদ শুনিয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, সুপার স্টার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। টি২০ বিশ্বকাপ জয়ের মঞ্চেই তাঁরা টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন। ফলে রোহিত. বিরাট, জাদেজাদের ছাড়াই আগামীদিনে টি২০ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তবে এবারের টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বিরাট কোহলির ইনিংস দীর্ঘদিন মনে রাথবেন ভারতের ক্রিকেট ভক্তরা। ওই ম্যাচে ৫৯ বলে ৭৬ রানের ইনিংসের ফাঁকে তিনি এক বিরল বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন কিং কোহলি। কুড়ি ওভারের বিশ্বকাপের ইতিহাসে নকআউট ম্যাচে পাঁচটি অর্ধশতরান করে ফেললেন বিরাট। অতীতে যা কেউ কখনও করতে পারেননি।
তবে এবারের আইপিএলে দুরন্ত ফর্মে থাকা কোহলি কিন্তু টি২০ বিশ্বকাপে একেবারেই রান পাচ্ছিলেন না। তবে বড় খেলোয়াররা বরাবরই বড় মঞ্চে জ্বলে ওঠেন। এই আপ্তবাক্য মেনে ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে বিরাটের ব্যাট থেকে এল এক ঝকঝকে অর্ধশতরান। আর এটাই ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিল। কারণ, ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে যথেষ্ট চাপে পড়েছিল ভারতীয় দল। সেখান থেকে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে স্কোরবোর্ডে ১৭৬ রান তুলে নিলেন বিরাট। শুরুতে নেমে কার্যত শেষ পর্যন্তই ক্রিজে ছিলেন তিনি। কিন্তু এবারের বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত বড় রান পাননি কিং কোহলি। GFX IN গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিরাট মাত্র ৫ বলে ১ রান করে আউট হন।
পাকিস্তান ম্যাচেও ৩ বলে ৪ রান করেন বিরাট। ইউএসএ-র বিরুদ্ধেও রান পাননি তিনি, প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। তবে আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে কিছুটা হলেও ছন্দে ফেরেন কোহলি। রশিদ খানদের বিরুদ্ধে ২৪ বলে ২৪ রান এবং লিটন দাসদের বিরুদ্ধে ২৮ বলে ৩৭ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ফাইনালের আগে নকআউটেও খুব একটা ভালো পারফর্মেন্স ছিল না বিরাটের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ বলে ০ রান এবং সেমিফাইনালে ইংরেজদের বিরুদ্ধে ৯ বলে মাত্র ৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন কিং কোহলি।
যদিও বিশ্বকাপের আগেই আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। এবারের আইপিএলে সর্বোচ্চ রান শিকার করে কমলা টুপির মালিক তিনিই ছিলেন। ২০২৪ সালের আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু প্রাথমিক রাউন্ডেই ছিটকে গেলেও বিরাট কিন্তু ১৫ ম্যাচ ৭৪১ রান করেন। একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান করেন কোহলি। ফলে সকলেই ধরে নিয়েছিলেন এবারের টি২০ বিশ্বকাপ মাতাবেন বিরাট। কিন্তু প্রথম থেকেই হতশ্রী ক্রিকেট খেলছিলেন তিনি। তবে ভক্তদের সব দুঃখ ভুলিয়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৯ বলে ৭৬ রানের ধীতশ্রী ইনিংস খেলে ভারতকে চ্যাম্পিয়ন করার প্রধান কারিগর হয়ে উঠলেন। এরপরই টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সকলকে চমকে দিলেন।
Discussion about this post