কানপুর টেস্ হিন্দু মহাসভার ২০জন সদস্যের বিরুদ্ধে এফআইআর করা হল। সোমবার তাদের বিরুদ্ধে এফআইআর দায়ে করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় হিন্দু মহাসভার পক্ষ থেকে স্টেডিয়ামে যাওয়ার রাস্তা আটকে একটি যোগ্য করা হয় বলে অভিযোগ ওঠে। এরপরেই নিরাপত্তার জন্য সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কানপুর টেস্টের জন্য একটি একটা নিশ্চিদ্র নিরাপত্তা তৈরি করতে চায় ।দুই দল কানপুরের পা দেওয়ার আগেই তাই ঝামেলা তৈরির কোন সম্ভাবনা রাখতে চায় না পুলিশ কানপুরের অতিরিক্ত পুলিশ সুপার হরিশ চান্দের জানান, তাঁরা ম্যাচের জন্য অতিরিক্ত পুলিশ ,উচ্চ পদস্থ কর্তাদের মোতায়ন করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা কেন্দ্র ও রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে ম্যাচের জন্য। ফ্রি পরিস্থিতিতে ইন্টেলিজেন্স ব্যুরো এবং রাজ্যের ইন্টেলিজেন্স এর সাহায্য নেওয়া হয়েছে। যদি থ্রেট থাকে তাহলে সেটার বিরুদ্ধে সময় থাকতে লড়াই করা হবে। গ্রীন পার্ক স্টেডিয়াম ও হোটেল কে আলাদা আলাদা সেক্টরে ভাগ করেছে পুলিশ। প্রতিটা সেক্টরের দায়িত্বে ডিসিপি অতিরিক্ত ডিসিপি ও সি পি মর্যাদার অফিসারদের নিয়োগ করা হয়েছে ।মর্যাদা অফিসারদের নিয়োগের করা হয়েছে। ম্যাচের আগে ট্রাফিক যাতে সমস্যা সৃষ্টি করতে না পারে তাই ট্রাফিকের বিষয়টা আলাদা করে দেখা হচ্ছে।
বাংলাদেশী পালাবদলের পর এখানকার সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়েছে। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা করা হয়েছে বাংলাদেশের নিরাপত্তার সমস্যার জন্য মেয়েদের বিশ্বকাপও সরিয়ে নেওয়া হয়েছে ।এই সংখ্যালঘুদের ওপর হামলার বিরোধিতা করে অখিল ভারতীয় হিন্দু মহাসভা কানপুর টেস্ট বয়কটের ডাক দেয় ।বিসিসিআই ও স্থানীয় প্রশাসন জানায় তারা ম্যাচ সরাবে না এবং নিরাপত্তা বাড়ানো হবে । এরপর সেই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এফআইআর করা হল। যখানে নাম রয়েছে রাকেশ মিশ্র, বিকাশ, অতুল ,জয়দীপ, বিকাশ গুপ্ত, প্রশান্ত ধীর ,
Discussion about this post