বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান জয়সহ পহেলা ডিসেম্বর থেকে তিনি যোগ দেবেন নতুন এই পদে। মাত্র ৩৫ বছর বয়সে এই পদে বসে সর্বকনিষ্ঠ হিসেবে আইসিসির প্রধান হতে চলেছেন তিনি। মঙ্গলবার ছিল আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। একা জয়ই সেখানে মনোনয়ন জমা দিয়েছেন। ফলে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে বাধা নেই। কিন্তু দায়িত্ব নিয়ে আপ্লুত জয়সহ এক বিবৃতিতে বলেছেন,” আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পদে এসে আমি সম্মানিত। ক্রিকেটের আরো উন্নতি করা আমার লক্ষ্য, সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাব ।বিভিন্ন দেশের সঙ্গে সুষ্ঠুভাবে কাজের চ্যালেঞ্জ নিয়ে তার সংযোজন,” আইসিসি এবং অন্যান্য আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতি বদ্ধ।
আমরা একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে একাধিক ফরম্যাটের মধ্যে ভারসাম্য রাখা, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সবচেয়ে বড় কথা বিশ্বের বাজারে নতুন মার্কি ইভেন্ট নিয়ে আসতে হবে ।আমাদের লক্ষ্য ক্রিকেটকে আরো জনপ্রিয় করা”। পয়লা ডিসেম্বর থেকে দায়িত্ব নেবেন জয় ।শেষ দুই দফার এই দায়িত্ব ছিলেন গ্রেট বার্কলে। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসি সর্বোচ্চ পদে বসতে চলেছেন জয়। আগে চারজন জাগমোহন ডালমিয়া, শরোদ পাওয়ার, নারায়ণ স্বামী শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর । জয় আইসিসি তে চলে যাওয়ায় ভারতীয় ক্রিকেটে বোর্ডের সচিব পদে আসতে চলেছে নতুন মুখ। দৌড়ে এগিয়ে দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট ও অরুণ জেটলির ছেলে রোহন জেটলি।
Discussion about this post