এতদিনে ভালো খেলেও কাঙ্খিত জয় আসছিল না ।শেষদিকে মনসংযোগের অভাবে দলকে পিছিয়ে পড়তে হয়েছিল ।কিন্তু গৌরবের সেভ মনসংযোগ এর পরীক্ষা উত্তীর্ণ করে দিল। ঘরের বাইরে তৃতীয় ম্যাচ জিতে আই এস এল এর নতুন যাত্রা শুরু করল আন্দ্রে চের্নিশভেরর দল। উঠে এলো পঞ্চম স্থানে । বল দখল থেকে মোট শটে চেন্নাইয়ান এগিয়ে থাকলেও গোলটাই তুলে দিতে পারল না ।এখানেই বাজিমাত করে গেলেন লালরেমসাঙ্গা । মিজোরামের এই ২৩ বছরের রাইট উইঙ্গার গত বছর ডেভিড লালহানসাঙ্গার ছায়ায় অনেকটাই ঢাকা পড়ে গিয়েছিলেন। সারা ম্যাচের জুড়ে এতটাই দৌড়ালেন যেন মনে হচ্ছিল অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাঠে নেমেছেন ।তার গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে বারবার একই হারিয়ে ফেলছিল চেন্নাইয়ের ডিফেন্ডার রা। ৩৯ মিনিটে চেন্নাইয়ের রক্ষণের সঙ্গে গোলরক্ষকের বোঝাপড়ার অভাবে অভাবে ছাড়াও সেই গতির ফলে পাওয়া গোল ই মোহামেডান কে জয় এনে দিল। চেন্নাই ও একাধিক সুযোগ তৈরি করে। মোহামেডানের গোলকিপার পদম ছেত্রী দুটি নিশ্চিত সেফ করেন। তবে ৯৩ মিনিটে মানজোকি পেনাল্টি আদায় করে নিয়েছিলেন ।তিনিই। সট মারতে জানেন যদিও অনেক উপর দিয়ে উড়িয়ে দেন বল গোল হয়ে গেলে টেনশন কমে যেত। তারপরে চার মিনিটে অন্তত দুটো গোলের সুযোগ পেয়ে গিয়েছিল চেন্নাই। তিনটি ম্যাচেই শেষ মুহূর্তে থরথর করে কেঁপেছেন সাদা কালো ডিফেন্ডাররা ।দ্রুত সমস্যার সমাধান না হলে এবার একাধিক জেতার ম্যাচ হাতছাড়া হবে। সাংবাদিক বৈঠকে মোহামেডান কোচ জানিয়েছিলেন ,ঘরের বাইরে প্রথম ম্যাচে তারা যে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চান। শুধু অভিজ্ঞতাই নন ৩ পয়েন্টের পাশাপাশি অনেকটা আত্মবিশ্বাসও পেল
Discussion about this post