২০২৪ সালে ক্রীড়া ক্ষেত্রে অনেক হারিয়েছে। তেমনি অনেক প্লেয়ারকে পেয়েছে ।২০২৩ সাল পর্যন্ত যে প্লেয়াররা জনপ্রিয়তা পাননি তারাই ২০২৪ সালে জনপ্রিয়তা পেয়েছেন ।কেউ পারফরমেন্স দিয়ে তো কেউ অন্য কারোর জন্য শিরোনাম এসেছেন ।২০২৪ সালের শেষে এসে দেখে নিয়ে এবার খ্যাতির শিখরে ওঠা প্লেয়ারদের। নীতিশ কুমার রেড্ডি: ক্রিকেটে ২১ বছর বয়সী এই অলরাউন্ডার বছরের শেষে আলোচনায় এসেছেন ।২০২৪ সালে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে খেলে প্রথম নজর কাড়েন। এর পর জাতীয় দলে তাকে সুযোগ দেওয়া হয়। অক্টোবর মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে সুযোগ পান সেখানে নিজেকে প্রমাণ করার পর তিনি টেস্টের সুযোগ পান। সেই টেস্টে তিনি মেলবোর্নে কঠিন পরিস্থিতিতে লড়াই করেছে সেঞ্চুরি করেন। লামিনে ইয়ামাল: বিশ্ব ফুটবল এখন জনপ্রিয় নাম নামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সে তিনি সিনিয়র দলে বাজিমাত করেছেন ।স্পেনের এই পেশাদার ফুটবলার ২০২৩ সালে বার্সেলোনার বি দল থেকে সিনিয়ার দলে সুযোগ পেয়ে যেন খোলোস ছেড়ে বেরিয়ে এসেছেন। ২০২৪ সালের ৭ই জুন ইয়ামালকে ইউরো কাপে সুযোগ দেয় স্পেন তিনি ইউরোর ইতিহাসে তরুণ প্লেয়ার হন। স্পেনের ইউরো জয়ের পেছনে ইয়ামালের
ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রোয়েশিয়া, জর্জিয়া, জার্মানি ,ইংল্যান্ডের বিরুদ্ধে গোল এর বল বাড়ান। স্পেনের জার্সিতে ফ্রান্সের বিরুদ্ধে ইউরোতে প্রথম গোল করেন ।তিনি ২০২৪ সালে ইউরো কাপের সেরা তরুনের খেতাব জেতেন। বাঁ পায়ের লামিনে ইয়ামালের শক্তি হচ্ছে তার নিখুঁত পাস এবং সুযোগ তৈরি করার ক্ষমতা। সেন্টার ফরওয়ার্ড , অ্যাটাকিং মিডফিল্ডার অথবা উইঙ্গারে তিনি খেলতে স্বচ্ছন্দ্য তার টেকনিক দেখে তাকে অনেকে বার্সেলোনায় ভবিষ্যতের লিওনেল মেসি বলে বর্ণনা করেছেন । ডি গুকেশ : দাবায় ভারতের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নাম রয়েছে ডি গুকেশ, রমেশ বাবু প্রজ্ঞানন্দ , নিহাল সারিন অর্জুন এরিগাইসির।২০২২ সাল থেকে এই টিমটা ভারতীয় দাবাকে প্রতিনিধিত্ব করছে। এদের মধ্যে থেকে ২০২৪ সালে বাকিদের টপকে প্রথম সারিতে চলে গিয়েছেন গুকেশ ।যিনি চেস অলিম্পিয়ার জেতার পাশাপাশি চেজ চ্যাম্পিয়নশিপ জিেতে তার সতীর্থদের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন। । জেক পল: ২০২৪ সালে আরো একজন শিরোনামে এসেছেন ,তিনি জেক পল। মাইক টাইসনের সঙ্গে বক্সিং রিংয়ে নেমে তিনি আলোচনায় এসেছেন। পেশায় ইউটিউবার জেক পল ইউটিউবে ক্যারিয়ারের পাশাপাশি বক্সিং শুরু করেছেন এবং সেখানে তাঁর প্রতিপক্ষ মাইক টাইসন। ম্যাচটা অবশ্য তিনি জিতে যান। বৈভব সূর্যবংশী: টিম ইন্ডিয়ায় প্রতিবছর কম বেশি নতুন প্লেয়ার উঠে আসেন। কেউ নাম করতে পারেন আবার কেউ পারেন না। কিন্তু সুযোগ পেয়েই যদি কেউ সার্চ লিস্টে থাকেএকই থাকেন তিনি হলেন বৈভব সূর্যবংশী ।মাত্র ১৩ বছর বয়সে তিনি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের দলে সুযোগ পেয়ে শোরগোল ফেলে দিয়েছেন। এরপর আইপিএলের রাজস্থান রয়্যালস ১.১০কোটি টাকায় তাঁকে দলে নেয়। পুরো বছরটাই তিনি আলোচনায়।
Discussion about this post