গ্রীষ্মের মরসুমের টানা ৭টি টেস্ট জাতীয় দলের হয়ে মাঠে নামবেন প্যাট কামিংস ,জস্ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের দলে ছিলেন তাঁরা। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও এর পরে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে আগামী চারটি টেস্টেও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তিন অজি পেসারকে। কামিংস স্টার্ক ও হ্যাজেলউড এই তিন পিছ ব্যাটারি মিলে এখন পর্যন্ত একসঙ্গে খেলেছেন মোট ২৮ টি টেস্ট। তবে এটা দ্বিতীয়বার যখন পাঁচটি টেস্ট টানা একসঙ্গে খেলছেন এই তিন অজি পেসার ।২০২০ -২১ ম,রসুমে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে এসেছিল চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে তখন প্রথমবার টানা ৫ টেস্ট খেলেছিলেন এই পেসত্রয়ী। এরপর অ্যাসেজের প্রথম টেস্ট খেলেছিলেন কামিংস, স্টার্ক ও হ্যাজেলউড। গতবার আইপিএলে নিলামে মিচেল স্টার্ককে পেতে ঝাঁপিয়েছিল অনেকদল। তীব্র লড়াই হলো গুজরাট টাইটানসের সঙ্গে কেকেআরের ।অবশেষে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাকে কিনে নিল কেকেআর। আরপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্য দিয়ে। ওই একই দিনে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিংস কে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। মিচেল স্টার্ক তার আগের ৮ মরসুমে আইপিএল খেলেন নি। তবে কামিন্স ও স্টার্ক দল পেলেও যশ হ্যাজেলউড কে অবশ্য কোন দলই নেয়নি ।এমনকি দ্বিতীয় রাউন্ডেও কোন দল অজি পেসার কে নিতে আগ্রহ দেখাননি ।
গত দুবার নিজের দেশেই বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে। তৃতীয়বার সেটা আটকাতে মরিয়া অজি ব্রিগেড ।কিন্তু পাঁচটি সিরিজ শুরুর আগেই...
Read more
Discussion about this post